কোম্পানীগঞ্জে ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্তএতিমখানার ব্যবস্থাপনা ও শিশু সুরক্ষা শীর্ষক প্রশিক্ষণ

Date:

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জে এতিম শিশুদের সুরক্ষায় মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত এতিমখানার ব্যবস্থাপনা ও এতিম শিশু সুরক্ষা শীর্ষক বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারী ) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ দেয়া হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসাইন পাটোয়ারী’র সভাপতিত্বে প্রশিক্ষণে এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তরের নোয়াখালী উপপরিচালক শাহী নেওয়াজ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,
নোয়াখালী সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মুহাম্মদ বেলাল হোসেন ও মোহাম্মদ আবুল কাশেম, এসময়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাঈন উদ্দীন, বক্তব্য রাখেন ফিল্ডসুপারভাইজার মোঃ গোলাম রহমান ।
উল্লেখ্য, ক্যাপিটেশন গ্রান্টের প্রধান কাজ হলো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক স্নেহ-ভালবাসা ও আদর-যত্নের সঙ্গে এতিম শিশুর লালন-পালন নিশ্চিতকরণ, তাদের আনুষ্ঠানিক শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা, শারীরিক, বুদ্ধিবৃত্তিক ও মানবিক উৎকর্ষতা সাধন নিশ্চিতকরণ, শিশুর পরিপূর্ণ শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা প্রদান এবং পুনর্বাসন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।
প্রশিক্ষণে ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত ১০টি এতিমখানার ব্যবস্থাপনা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষে দশটি প্রতিষ্ঠানে ২০২৩ অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসের চেক বিতরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে অবৈধ পরিবহন ও বালু উত্তোলন রোধে ভূমি কর্মকর্তার কঠোর অভিযান

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ বালু উত্তোলন, পরিবহন ও...

নোয়াখালীতে অনড় বিএনপি’র তিন বিদ্রোহী প্রার্থী

এএইচএম মান্নান মুন্না:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নোয়াখালীর দুটি...

কবিরহাটে যুবককে ডাকাত আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা: বিএনপি নেতাকে প্রধান আসামি করে মামলা

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কবিরহাট উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক যুবককে ডাকাত...

কোম্পানীগঞ্জে ৩টি দেশীয় তৈরী অস্ত্র ও ২০ রাউণ্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ

নোয়াখালী প্রতিনিধি:কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের চর বালুয়া ৬...