কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক নরসুন্দর করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্ত নরসুন্দর উপজেলার চরফকিরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা এবং পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার কবিরহাট বাজারে তিনি নরসুন্দরের কাজ করতেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮ জন।
শুক্রবার (২৩ মে) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো:সেলিম এ তথ্য নিশ্চিত করে বলেন, তাকে এখন মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনা ডেলিকেটেড হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।
এর আগে, গত ১৯ মে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যাবে পাঠানো হয়। পরে ২২ মে রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে।
পরে আজ দুপুরে তার বাড়ি লকডাউন ঘোষণা করে পরিবারের অন্যান্য্য সদস্যদের পারিবারিক হোম কোয়ারেন্টাইন রাখা হয়েছে। আগামীকাল পরিবারের সকল সদস্যের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হবে।