কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শিক্ষার মানোন্নয়নের নিশ্চিত করার লক্ষ্যে সকাল ১১টায় বসুরহাট পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, পরিচালনা পর্ষদের প্রতিনিধি ও সূধীজনদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সল আহমেদ, সরকারি মুজিব কলেজ উপাধ্যক্ষ সেতারা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ মোহাম্মদ কামাল পারভেজ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইলিয়াছ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, বাংলাদেশ শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি সুলতান আহাম্মদ চৌধুরী, সেক্রেটারী আমির হোসেন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদ উদ্দিন বাবুল, লেখক-সাহিত্যিক রফিকুল ইসলাম চৌধুরী প্রমুখ।
সেমিনারে বক্তারা শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ৩২টি লিখিত প্রস্তাব উপস্থাপন করেন।