কোম্পানীগঞ্জে স্বাস্থ্যকর্মী (নার্স) প্রিয়তা হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জের সরকারি মুজিব কলেজের ছাত্রী ও স্বাস্থ্যকর্মী (নার্স) শাহনাজ পারভীন প্রিয়তার (২২) হত্যার ঘটনায় মমিনুল হক প্রকাশ ফারুককে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ মার্চ) রাতে বিশেষ অভিযানের মাধ্যমে উপজেলার চরফকিরা ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার মমিনুল হক ফারুক কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মজিবুল হক মাস্টার বাড়ির মজিবুল হকের ছেলে। ফারুক বোম্বে সুইটস কোম্পানির বসুরহাট শাখার বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে কর্মরত রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যার ঘটনায় মঙ্গলবার নিহতের পিতা নুরনবী বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গ্রেফতার আসামি এ ঘটনায় প্রত্যেক্ষ ও পরোক্ষভাবে জড়িত আছে মর্মে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ রয়েছে।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, আসামি মমিনুল হককে বিচারিক আদালতের মাধ্যমে ৭ দিনের রিমান্ড চেয়েছি। রিমান্ড থেকে এই হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। আশাকরি দ্রুত হত্যাকাণ্ডের রহস্য সকলের সামনে তুলে আনতে পারব।

প্রসঙ্গত, গত সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের ইয়াছিন মোল্লা বাড়ির পেছনের ধানক্ষেত থেকে শাহনাজ পারভীন প্রিয়তা (২৬) নামে এক শিক্ষানবিশ নার্সের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শাহনাজ পারভীন প্রিয়তা কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূঁঞারহাট বাজার এলাকার নুরনবীর মেয়ে। তিনি বসুরহাটের একটি প্রাইভেট হাসপাতালে শিক্ষানবিশ সেবিকার কাজ করতেন এবং বসুরহাট পৌরসভা ৭নং ওয়ার্ডে তার নানার বাড়ি ইয়াছিন মোল্লা বাড়িতে থাকতেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালী সুবর্ণচরে ব্রি ১০৩ ধানের মাঠ দিবস

নোয়াখালী প্রতিনিধি ::নোয়াখালীর সুবর্ণচরে নোয়াখালী জেলার সুবর্ণচর উদ্ভাবিত ব্রি...

কোম্পানীগঞ্জে বিএনপি নেতা তোতা হত্যা মামলার প্রধান আসামী রাজ্জাক চেয়ারম্যান গ্রেফতার

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়ন বিএনপির...

সংস্কৃতি মন্ত্রণালয়ের ‘সার্চ কমিটি’তে সুুমন-তানিম-আদনান

সাংস্কৃতিক প্রতিবেদক :: সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে চার সদস্যের একটি...

ভেসাল জাল বন্ধ করা না গেলে অচিরেই হারিয়ে যাবে দেশিয় প্রজাতির মাছ

নোয়াখালী সংবাদদাতা :: নোয়াখালীর সবগুলো খালে নিষিদ্ধ ভেসাল জাল...