নুর উদ্দিন মুরাদ (বিশেষ প্রতিনিধি) :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশ ও ব্যাংকারসহ নতুন করে আরো ৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। উপজেলায় আগের ৩১ জনসহ মোট আক্রান্ত ৩৯ জন।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ সেলিম জানান, ১৬ জুন তাদের নমুনা সংগ্রহ করে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। বুধবার (১৭ জুন) দুপুর ১২ টায় তাদের রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে কোম্পানীগঞ্জ থানার এএসআই জাহের(৪১),এএসআই জহির হোসেন(৩৩),
পুলিশ সদস্য মোহাম্মদ আলা উদ্দিন(২৫),সজীব চন্দ্র(১৯),শাহাজাহান(৪৮) ও সাউথইস্ট ব্যাংক কোম্পানীগঞ্জ শাখার ম্যানেজার মো.আশরাফ উদ্দিন (৩৫) রয়েছেন।এছাড়াও অন্য দুজন শাকিল আহমেদ(২৯) ও চর ফকিরা ইউনিয়নের মো.আতিকুল্লাহ (৩৫)। আক্রান্ত পুলিশ সদস্যদের নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত আইসোলশনে পাঠানো হয়েছে বাকিদেরও পাঠানো হবে।
উল্লেখ্য, এর আগে কোম্পানীগঞ্জ উপজেলায় ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল, তার মধ্যে ৯ জন শহীদ ভুলু স্টেডিয়ামের আইসোলশন থেকে সুস্থ্য হয়ে ফিরেছেন