নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
১৮আগস্ট (সোমবার) সকাল ১১ঘটিাকায় উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম।
উদ্বোধন পূর্বে উপজেলা মৎস্য অফিসার আশরাফুল ইসলাম সরকার’র সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম,এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসাম্মৎ শাপলা বিনতে পুতুল,উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ মাইন উদ্দিন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না,উপজেলা ভেটেরিনারী সার্জন সজিদ কাওসার খানসহ প্রশাসন’র অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এ বিষয়ে উপজেলা মৎস্য অফিসার আশরাফুল ইসলাম সরকার বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে ২০২৫-২০২৬ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলা পরিষদ পুকুর, বিভিন্ন স্কুল,কলেজ পকুরসহ জলাশয়ে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হবে।