বেগমগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর চৌমুহনী ও হাতিয়া পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণের জন্য উপজেলা নির্বাচন অফিস থেকে প্রতিটি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম নিয়ে গেছেন প্রিজাইডিং অফিসাররা।
শুক্রবার (২৯ জানুয়ারী) এ উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্রিফিং করেন জেলা পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন। এসময় পুলিশ সুপার বলেন, সুষ্ঠ নির্বাচন উপহার দেয়ার জন্য পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে। বিশৃঙ্খলাকারী কাউকে ছাড় দেয়া হবেনা।
জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম জানান, চৌমুহনী পৌরসভায় মোট ভোট কেন্দ্র ২০টি। ভোট কেন্দ্র ও আশপাশের এলাকায় তিন শতাধিক পুলিশের পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি, র্যাবের ৬টি টিম, পুলিশের ১৭টি মোবাইল টিম, ৯টি স্ট্রাইকিং টিম, ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্যাট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট নিয়োজিত থাকবেন।