কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা :
সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যায় নোয়াখালী ফেনী জেলার বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করছেন।
রোববার (২৫ আগস্ট) প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম’র সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানীগঞ্জ উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেন।
এছাড়াও প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কেন্দ্রীয় ব্যবস্থাপক মো: সহিদুল ইসলাম’র নেতৃত্বে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা, ফেনী জেলার দাগনভূঞা উপজেলার বন্যার্ত এলাকায় বিপর্যস্ত মানুষের মাঝে শুকনা খাবার চিড়া,মুড়ি,বিস্কুট,গুড়,চিনি,খাবার স্যালাইনসহ বিশুদ্ধ পানির বোতল বিতরণ করেন।
বিতরণ সময়ে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ব্যবস্থা
মোঃ আঃ সাত্তার,চট্রগ্রাম অঞ্চল ব্যবস্থাপক আনোয়ারুজ্জামান, কোস্পানীগঞ্জ উপজেলা প্রেস ক্লাব সভাপতি এএইচ এম মান্নান মুন্না, প্রশিকা কোম্পানীগঞ্জ জেলা এরিয়া ব্যবস্থাপক আবদুল হালিমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।