সদর (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীতে নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মো. শহীদুল ইসলাম। রোববার (১ আগস্ট) দুপুরে তিনি সাবেক পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের কাছে থেকে দায়িত্ব নেন।
এর আগে পুলিশ সুপার কার্যালয়ে আসার পর বিদায়ী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় নবাগত পুলিশ সুপার সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
এদিকে বিকেলে বিদায়ী পুলিশ সুপার মো. আলমগীর হোসেনকে ফুলেল সজ্জিত গাড়িতে বিদায় জানানো হয়।
উল্লেখ্য, গত ১১ জুলাই (রোববার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (নিরাপত্তা) ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পত্রে পুলিশ অধিদফতরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. শহীদুল ইসলামকে (পিপিএম-সেবা) নোয়াখালীর নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে শহীদুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে।