বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও বাজেট ঘোষণা

Date:

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সুনামধন্য ও জাতীয় সমবায় পুরস্কার প্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সন্ধ্যায় বসুরহাট পৌর হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আব্দুল মতিন লিটন। এসময়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সদস্য আবদুস সাত্তার, সোলতান নাছির উদ্দীন মুন্না, নজরুল ইসলাম তানভীর,

সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নিজাম শুভেচ্ছা বক্তব্য ও বিগত বার্ষিক সাধারণ সভার কার্য বিবরণী, বাৎসরিক রিপোর্ট, অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির প্রতিবেদন, ২০২২ ২০২৩ বিগত অর্থ বৎসরের বার্ষিক অডিট রিপোর্ট এবং ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট পেশ করেন।
সম্পূরক বাজেটের ওপর বক্তব্য রাখেন সমবায় বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর বক্তব্য রাখেন এবিএম ছিদ্দিক, নূর হোসেন ফরহাদ, মজিবুর রহমান মোহন, বেলায়েত হোসেন বেলাল।
বক্তব্য শেষে ২০২৩-২০২৪অর্থ বছরে ৭ কোটি ২০ লক্ষ ৭০ হাজার ৩৯৩ টাকা, মূলধন বাজেট ও ৯২লক্ষ ২০ হাজার টাকা রাজস্ব বাজেট পেশ করা হলে উপস্থিত সকল সদস্যদের কণ্ঠ ভোটে অনুমোদন দেয়া হয়। শেষে ২০২২-২০২৩অর্থ বছরের সর্বোচ্চ শেয়ার ক্রয় ও সঞ্চয় জমার উপর ১০জন, শেয়ার সঞ্চয় আমানত জমার উপর ১৫জনকে সম্মাননা পুরস্কার প্রদান এবং ৮০জন উপস্থিত র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অপরদিকে উপস্থিত সদস্যদের মাঝে ৫শ টাকা করে বিতরণ করেন।

এছাড়াও ২০২২-২০২৩অর্থ বছরে অর্জিত লভ্যাংশ শেয়ারের ওপর ৪ শতংশ, সঞ্চয় আমানত এর ওপর ৬ শতাংশ লভ্যাংশ বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মুছাপুর নদী ভাঙনে শত বছর পুরনো বাড়ীঘর বিলীন হয়ে যাচ্ছে

এএইচএম মান্নান মুন্না:ডাকাতিয়া নদীর তীব্র ভঙ্গনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার...

এখনো নোয়াখালীতে পানিবন্দি হাজারো মানুষ

এএইচএম মান্নান মুন্না :দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ওপর দিয়ে বয়ে গেল স্মরণাতীতকালের ভয়াবহ বন্যা।এরমধ্যে ফেনীর পানি নেমে গেলেও নোয়াখালীতে এখনো কাটেনি বন্যার রেশ।  গত ১৫ দিন ধরে পানিবন্দি নোয়াখালীর বিভিন্নউপজেলার কয়েক হাজার মানুষ ফলে সেখানকার বন্যার্ত মানুষের দুর্ভোগের শেষ নেই। বন্যা-পরবর্তী খাদ্য সংকটের পাশাপাশি প্রাদুর্ভাববেড়েছে পানিবাহিত বিভিন্ন রোগের।তাদের ঘরগুলোও এখনো বসবাস অনুপযোগী।সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন নারী-শিশু ও বৃদ্ধরা।শুক্রবার দিনভর নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৯ নম্বর দেউটি ইউনিয়ন ঘুরে দেখা যায় বানভাসি মানুষের দুর্ভোগ আর অসহায়তার চিত্র।সেখানকার অধিকাংশ রাস্তাঘাটে এখনো হাঁটুসমান পানি।কোথাও বা তার একটু নিচে।ইউনিয়নের নবগ্রামের ব্যাপারি বাড়িতে গিয়ে দেখা গেছে, বাড়ির সাতটি পরিবারই পানিবন্দি।সবার রান্নাঘরে পানি এখনো থৈ থৈ করছে।ঘরবাড়ী থেকে পানি নেমে গেলেও কাদামাটির মধ্যেই বসবাস করছেসাত পরিবারের প্রায় ৪০ জন সদস্য কোনো ঘরেই নেই মাটির চুলায় রান্নার ব্যবস্থা।শিশু,বৃদ্ধ আর অসুস্থ মানুষদের নিয়ে এই পরিবারগুলো পানিবন্দি দিন কাটাচ্ছে।এক সপ্তাহ ঘরে বাজার ছিল না, কোনো রকম শুকনো খাবার খেয়ে দিন পার করেছি।পানি আর কাদামাটিতে চলাচল করতে করতে পায়ে ক্ষত য়ে গেছে। পানি নামছেই না।ঘরের ভেতর ইট, কাঠ আর পাটের বস্তা বিছিয়ে হাঁটাচলা...

কাদের মির্জাসহ ৪৭ জনের বিরুদ্ধে ব্যবসায়ীর মামলা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কোম্পানীগঞ্জ...

একজন কর্মীবান্ধব ও মানবিক নেতা কামাল উদ্দিন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: একজন প্রকৃত নেতা তিনিই যিনি...