লক্ষীপুর সংবাদদাতা :: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় জ্বরে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক ব্যক্তি (৪০) নিজের বাড়িতে মারা গেছেন। তিনি কয়েক দিন জেলার বাইরে অবস্থান করেছিলেন। এ ঘটনায় গতকাল রাত ১০টার দিকে তিনটি বাড়ির ১২টি ঘর লকডাউন করে প্রশাসন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না জানতে নমুনা পরীক্ষা করা হবে।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু তাহের বলেন, ওই ব্যক্তির জ্বর ছিল। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা বলা যাচ্ছে না। সতর্কতার অংশ হিসেবে মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়েছে। গতকাল রাতে স্বাস্থ্য বিভাগের বিশেষ ব্যবস্থায় তাঁকে দাফন করা হয়েছে।
লক্ষ্মীপুর জেলায় এখন পর্যন্ত দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁরা রামগঞ্জ ও রামগতি উপজেলার বাসিন্দা। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত সোমবার সকাল ছয়টা থেকে লক্ষ্মীপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়। জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল গত রোববার বিকেলে লকডাউনের ঘোষণা দেন। অনির্দিষ্টকালের জন্য এই লকডাউন ঘোষণা করা হয়েছে।