নিজস্ব প্রতিবেদক :: ‘বুড়িগঙ্গা সেতুর ওপর অবৈধ সিএনজি স্ট্যান্ড’ শিরোনামে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ায় পর কর্তৃপক্ষ সিএনজি স্ট্যান্ডটি উচ্ছেদ করে। ফলে অবৈধ সিএজি স্ট্যান্ডের সাথে জড়িত সংশ্লিষ্ট মহলের চাঁদা আদায় বন্ধ হয়ে যায়, এতে তারা ক্ষিপ্ত হয়ে সংবাদটির রিপোর্টারকে নানাভাবে হুমকি দিচ্ছে বলে জানা যায়।
এ প্রসঙ্গে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ ইসমাইল হোসেন টিটু জানায়, গত ২০ আগস্ট ২০১৯ দৈনিক বাংলাদেশের আলোর পত্রিকায় শেষ পৃষ্ঠায় এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে ‘বুড়িগঙ্গা সেতুর উপর অবৈধ সিএনজি স্ট্যান্ড’ শিরোনামে আমার রিপোর্ট করা একটি সংবাদ প্রকাশিত হয়। এরপরে গত ২৭ আগস্ট ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক পুলিশ ব্রিজের ওপরে থাকা কিছু অবৈধ সিএনজি ডাম্পিং করে এবং ব্রিজের ওপর অবস্থানরত অবৈধ সিএনজিগুলো যেন জ্যাম সৃষ্টি করতে না পারে সেই জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। প্রতিদিন ট্রাফিক পুলিশ এ ব্যাপারে তাদের নজরদারি অব্যাহত রাখে। ফলে অবৈধ সিএনজি স্ট্যান্ডের সাথে জড়িতদের অবৈধ চাঁদাবাজি বন্ধ হয়ে যাওয়ায় তারা আমাকে নানাভাবে হামলা, মামলা ও হত্যার হুমকি দিচ্ছে। এমতাবস্থায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি নিয়ে আমি থানায় একটি সাধারণ ডায়েরি করেছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন বলে আশা করছি।