হাতিয়ার যাত্রীবাহী ট্রলার মেঘনা নদীতে ডুবে ১৯ জন নিখোঁজ ২০ জন জীবিত উদ্ধার

Date:

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী ট্রলার মেঘনা নদীতে ডুবে গেছে। শনিবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ৩৯ জন যাত্রী নিয়ে নোয়াখালী অভিমুখে যাত্রা শুরু করে ট্রলারটি। বিকেল ৩টার দিকে নদীর মাঝপথে পৌঁছালে এটি দুর্ঘটনায় পড়ে।

শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে ভাসানচর থেকে নোয়াখালীর উদ্দেশে যাওয়ার পথে ট্রলারটি ডুবে যায়।

জানা গেছে, দুপুর ২টার দিকে ভাসানচর থেকে চারজন পুলিশ সদস্য, রোহিঙ্গা রোগী, আনসার সদস্য ও বিভিন্ন এনজি সংস্থার লোকসহ ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রাপথে ভাসানচর থেকে ৭/৮ কিলোমিটার দূরে গিয়ে করিমবাজার সংলগ্ন ডুবারচরের মেঘনা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলারটিতে ৩৯ জন যাত্রী ছিলেন। ঝোড়ো আবহাওয়া ও নদীতে উঁচু ঢেউয়ের কারণে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। হাতিয়ার চানন্দী ইউনিয়নের স্থানীয় ৩টি বোটের সহায়তায় ২০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো ১৯ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার কাজে অংশ নিয়েছেন।

হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা বলেন, ৩৯ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এর মধ্যে ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুই পুলিশ সদস্যসহ এখনও ১৯ জন যাত্রী নিখোঁজ রয়েছে। বর্তমানে কোস্টগার্ড নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কার্যক্রম চালছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে বাসাপ’র বৃক্ষরোপণ কর্মসূচি পালন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: প্রাণ-প্রকৃতি রক্ষায় বৃক্ষ সৃজনে সামিল...

কোম্পানীগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ, জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধ ও বিক্ষোভ

কোম্পানীগঞ্জ (নোয়াখাালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে যৌতুকের জন্য গৃহবধূ...

কোম্পানীগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে...

রামগতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে জলপরীর মত বাচ্ছা প্রসব

রামগতি (লক্ষীপুর) সংবাদদাতা :: লক্ষ্মীপুরের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...