কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে ঈদ উপলক্ষে ঈদ উপহার বিতরণ করেছেন রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিদ্দিক উল্যাহ ভুট্টো।
সোমবার (১০ মে) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে তার নিজ বাড়ীর দরজায় ৬৫০ পরিবারের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন তিনি।
প্রতিবছরের ন্যায় এবারও আমি চেষ্টা করেছি কিছু অসহায় পরিবারের মুখে হাসি ফুটাতে। এছাড়াও সামাজিক ও মানবিক উন্নয়ন কাজে নিজেকে ব্যাস্ত রাখতে চাই।
এই উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তাহের দুলাল, বঙ্গবন্ধু সমাজ কল্যান পরিষদের সাধারণ সম্পাদক সিরাজিস সালেকিন রিমন, ইউনিয়ন যুবলীগ সভাপতি সোহরাব হোসেন বাবর প্রমুখ।