টাইম ডেস্ক:
আওয়ামী লীগ ও বিএনপির মতো বুর্জোয়া রাজনৈতিক শক্তিকে মোকাবেলায় দেশের বাম-প্রগতিশীল শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। যে উদ্যোগের অংশ হিসেবে দ্রুতই ‘যুক্তফ্রন্ট’ নামে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটবে। যে জোটের সঙ্গে দেশের বামপন্থী দলগুলোর পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল, গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং মুক্তবুদ্ধির চর্চায় বিশ্বাসী বিশিষ্টজনরাও যুক্ত হবেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
তাঁরা জানান, ব্রিটিশ-পাকিস্তানি আমলের মতো দেশের স্বাধীনতার পর ক্ষমতার পালাবদলে উন্নতি হলেও সমাজের পরিবর্তন হয়নি। অতীতেও সমাজে যেমন মানুষের মধ্যে রাজা-প্রজার সম্পর্ক ছিল, এখনো সেই সম্পর্ক বিরাজমান। স্বাধীনতার পর থেকে দেশ শাসন করেছে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির মতো বুর্জোয়া রাজনৈতিক দল, যারা মূলত ধনিক শ্রেণির প্রতিনিধিত্ব করে। এ জন্য বুর্জোয়াদের বিপক্ষে দাঁড়িয়ে গণতন্ত্রের পক্ষে লড়াই জোরদার করতে বাম-প্রগতিশীলদের ঐক্যবদ্ধ মঞ্চ জরুরি। আর সেই তাগিদ থেকে যুক্তফ্রন্ট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এই জোট আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেবে বলেও আশা করা হচ্ছে।আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘বাম, গণতান্ত্রিক, প্রগতিশীল, উদারনৈতিক ও স্বাধীনতার পক্ষের’ রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি নতুন জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও বাংলাদেশ জাসদের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আহম্মদ ফজলুর রহমান মুরাদ
লেখক ও রাজনৈক বিশ্লেষক