কবিরহাট উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা

Date:

নুর আলম বিপ্লব, কবিরহাট (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালী কবিরহাট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) উপজেলা হলে নির্বাহী অফিসার( ইউএনও) ফাতিমা সুলতানা’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, চিকিৎসক, মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এ সভায় উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে নির্বাহী অফিসার ফাতিমা সুলতানা বলেন, কবিরহাট উপজেলায় আগামী মাসে ১৮টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।এটি সম্পন্ন করতে আইন শৃঙ্খলা রক্ষা কমিটি সকল প্রস্তুতি নিচ্ছে। সুন্দর পরিবেশে এবার পূজা উদযাপন সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন। এবার পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সদস্যদের মনিটোরিং থাকবে দৃশ্যমান । তিনি আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্যদের মাসিক এ সভার প্রতি গুরুত্ব দেয়ার অনুরোধ জানান।এ সভায় যে সকল সদস্য অনুপস্থিত ছিলেন তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেয়ার সিদ্ধান্ত নেন।

কবিরহাট উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুর আলাম বিপ্লব বলেন, কবির হাট উপজেলায় কিশোর গ্যাং এর উৎপাত বেড়ে গেছে এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। তাদের বিরুদ্ধ ব্যবস্থা না নিলে দিন দিন আইনশৃঙ্খলার অবনতি ঘটবে, কবিরহাট উপজেলায় অধিকাংশ বাজারে দোকান পাটে চুরি বেড়ে গেছে, রাত ১২টার পর কেউ সন্দেহের দৃষ্টিতে পড়লে, এবং প্রয়োজন ছাড়া রাস্তায় ঘোরাঘুরি করলে তাদেরকে গ্রেফতার করার অনুরোধ জানান।

কবিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ডাঃ শাহাদাৎ হোসেন বলেন, হাসপাতালে স্থানীয় দালালদের দৌরাত্বে আমরা অস্থির, হাসপাতালে দালাল মুক্ত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। বিশেষজ্ঞ গাইনি ডাক্তার সংকটসহ সকল সমস্যার কথা তুলে ধরেন।
সাংবাদিক রেজাউল করিম টিসিবি’র পণ্যবন্টন নিয়ে আরো বেশি মনিটরিং করার প্রস্তাব করেন।

অপর দিকে কবিরহাট সরকারি হাসপাতালের অনিয়ম তুলে ধরে মুক্তিযোদ্ধা নজির আহমেদ বলেন, হাসপাতালে আমার মেয়েকে চিকিৎসার জন্য রাত ১০টায় এসে দেখি নার্সরা ঘুমিয়ে আছেন। তাদেরকে পেশার প্রতি আরো দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানান।

এসআই আব্দুল বাতান বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় কবিরহাট থানার পুলিশ দিন রাত কাজ করে যাচ্ছেন। অত্র উপজেলায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

উদীচী নোয়াখালী জেলা সংসদ’র সম্মেলন মামুন সভাপতি, অজয় সাধারণ সম্পাদক

টাইম ডেস্ক :"আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামবোনা কখনোই...

আল আরাফাহ্ ইসলামী ব্যাংক বসুরহাট শাখার কম্বল বিতরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছে...

কোম্পানীগঞ্জে তারুণ্যের উৎসব প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”...

কোম্পানীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি’সহ আটক-১

সোহরাব হোসেন বাবর, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ...