কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দুই ব্যাবসায়ীর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটনা ঘটেছে। উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে ৮নং ওয়ার্ডের পেশকার হাট লোকমান সওদাগর ও কালু সওদাগর বাড়ীতে একদল সংঘবদ্ধ ডাকাত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ হানা দিয়েছে।
ভোক্তভোগী রেজাউল হক লোকমান হোসেন জানান, রাত প্রায় আড়াইটার সময় আমাদের বসতঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে। পরে তারা পরিবারের ৪ সদস্যের মধ্যে পুরুষ দুই সদস্যের হাত বেঁধে ফেলে। এ সময় ডাকাতরা কিছু করবেনা এমন আশ্বাস দিয়ে বলে আমরা যে জন্য এসেছি তা দিয়ে দেন। এ কথা বলে ডাকাতরা তাদের কাছ থেকে নগদ দেড় লক্ষ টাকা ও ছয় ভরি স্বর্ণ (যার মূল্য নয় লক্ষ টাকা) নিয়ে যায়। রেজাউল হক লোকমান হোসেন পেশকার হাট’র একজন বিশিষ্ট ব্যাবসায়ী এবং ওয়ার্ড বিএনপি’র সভাপতি।
এছাড়া ওই এলাকার কালু সওদাগর বাড়ীতে একই কায়দায় ঘরে ঢুকে শাখায়েত সয়ন’র পরিবারের সকল সদস্যকে অস্ত্রের মুখে জিন্মী করে দেড় ভোরি স্বর্ণ ও আনোয়ার সওদাগর’র ঘর থেকে একভরি স্বর্ণ নিয়ে যায়। এদিকে আনোয়ার সওদাগর চিৎকার করায় ডাকাতরা তাকে মারধর করে। এসময়ে আনোয়ার বড় ভাই দেলোয়ার হোসেন অপর ঘর থেকে বের হয়ে ডাকাত-ডাকাত চিৎকার করে ঘরের টিন পেটালে ডাকাতরা প্রাণভয়ে পালিয়ে যায়। ডাকাতরা ছিলো সাবাই মুখোশধারী ও দেশীয় অস্ত্রধারী।
এ খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ দুপুর ১২ টায় ডাকাতি হওয়া বাড়ীগুলো পরিদর্শন করেন। কোম্পানীগঞ্জে কয়েক দিন পর পর ডাকাতরা হানা দেয়। ফলে, ব্যাবসায়ী ও প্রবাসী পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।