কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

Date:

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
“ভরবো মাছে মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ’’ এ প্রতিপাদ্যে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় র‌্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তসহ আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ পালিত হয়েছে।
বুধবার (৩১ জুলাই) সকালে র‌্যালি শেষে উপজেলা আবাসিক পুকুরে মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসাইন পাটোয়ারী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম শরিফ চৌধুরী পিপুল, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেন, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম সরকার,এডিএল চীফ অফারেটর আশরাফুল ইসলাম,শুভ মৎস্য হ্যাচারী সত্ত্বাধিকারী ফয়েজ উল্লাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ। সঞ্চলনা করেন উপজেলা প্রোগ্রামার তানিম রহমান।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, ” প্রানিজ আমিষের চাহিদা পূরনের অন্যতম উৎস্য হলো মাছ। বাংলাদেশ সরকার চাষীদেরকে স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ দিচ্ছে, নিবন্ধিত জেলেদেরকে চাল, বাছুর, ছাগল, ভেনগাড়ি ইত্যাদি দিয়ে সহায়তা করছে। এছাড়াও তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নিরাপদ মাছ চাষ, মাছ চাষে প্রযুক্তির ব্যাবহার, টেকসই মাছ চাষ ইত্যাদির ওপর গুরুত্ব আরোপ করেন।

এদিকে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের
আয়োজনে সপ্তাহ ব্যাপি পালন করা হবে এই মৎস্য সপ্তাহ।
আলোচনা শেষে, হৃদয় মৎস্য খামার মালিক আবদুর রহমান উপজেলার শ্রেষ্ঠ মাছ উৎপাদনকারী, আসমা এগ্রো মালিক আসমা আক্তার শ্রেষ্ঠ দেশীয় প্রজাতির মাছ উৎপাদনকরী, শুভ মৎস্য হ্যাচারী মালিক ফয়েজ উল্লাহ শ্রেষ্ঠ গুণগত পোনা রেণু উৎপাদনকারী ও মেসার্স খাদিজা এগ্রো ফার্ম মালিক মোহাম্মদ আলআমিন শ্রেষ্ঠ গুণগত পোনা উৎপাদনকারী নির্বাচিত হয়ে গৌরব অর্জন করায় উদযাপন কমিটির পক্ষ থেকে সনদ ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মাইজদী শহরের হুইল চেয়ারে বসে মোয়া বিক্রেতা অর্জুন এখন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন

নোয়াখালী প্রতিনিধি :: প্রতিবন্ধী হলেও অর্জুন পাল উদ্যোক্তা হওয়ার...

আদালতের নির্দেশে ১১ বছর পর শিবির কর্মীর লাশ উত্তোলন, কাউন্সিলর গ্রেপ্তার

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় আওয়ামী...

কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা; গড়বে...

কুকুরের ডাকে সাড়া মিললো অটোরিকশা চালক রবিন’র মরদেহ

নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর সদর উপজেলায় সেপটিক ট্যাংক থেকে...