কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ‘নেই পাশে যার, সমাজসেবা আছে তার’- এ প্রতিপাদ্যে ওয়াকাথন ও আলোচনা সভার মধ্য দিয়ে কোম্পানীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ওয়াকাথন শুরু হয়। ওয়াকাথনটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয় ।
এসময় সভায় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তাসলীমা ফেরদৌসী, উপজেলা প্রকৌশলী কাজি কামরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মাঈন উদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. যোবায়ের হোসেন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, সমাজসেবা অধিদপ্তর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সামজিক নিরাপত্তাসহ অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে সমাজ সেবা অধিদপ্তর। এ সময় বৈষম্যমুক্ত কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।