কোম্পানীগঞ্জে পরকীয়ার প্রতিবাদ করায় বর্বর স্বামীর নির্যাতনের শিকার স্ত্রী হামিদা

Date:

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
যৌতুক ও নারীলোভী স্বামীর নির্যাতনে নোয়াখালী সদর হাসপাতালে বিছানায় তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন হামিদা বেগম (২৮) নামের এক গৃহবধূ। পাষণ্ড স্বামীর বর্বর নির্যাতনের শিকার ওই গৃহবধূকে গত শনিবার বিকালে হাসপাতালে ভর্তি করেন তার বাবা। বর্তমানে হাসপাতালের বেডে রয়েছেন নির্যাতনের শিকার গৃহবধূ।

শনিবার (১৩ জুলাই) সকাল ১০ ঘটিকায় চর হাজারী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এঘটনা ঘটে।

খবর পেয়ে নির্যাতিত গৃহবধূর পাশে দাঁড়িয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সদস্যরা।

নির্যাতিতার স্বজনরা জানায়, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন ৯ ওয়ার্ডের বাসিন্দা আবদুল হালিমের কন্যা হামিদা বেগম’র সাথে চরহাজারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মনুখাঁর বাড়ীর শাহআলম’র পুত্র শাহাদাত হোসেন’র সাথে ২০২০ সালে বিয়ে হয়। তাদের ২৬ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। শাহাদাত হোসেন পেশায় একজন সিএনজি চালক। বিয়ের পর থেকে যৌতুক লোভী স্বামী শাহাদাত স্ত্রী হামিদা’র পিতার বাড়ী থেকে যৌতুক দাবী করে । হামিদা’র পিতার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আর্থিক অনুযায়ী যৌতুকলোভী স্বামীর দাবী পূরণ করে। স্বামী শাহাদাত হোসেনে’র প্রতিনিয়ত যৌতুক দাবী করে আসছে তার যৌতুকের চাহিদা পূরণ করতে না পারায় এনিয়ে তাকে আরো কয়েকবার মারধরও করছে।

অপর দিকে পাষণ্ড স্বামী শাহাদাত হোসেন বিয়ের পর থেকে একাধিক নারীর সাথে তার অবৈধ সম্পর্কের অভিযোগ রয়েছে এ নিয়েও স্বামী -স্ত্রী পারিবারিক কলাহ লেগে রয়েছে। তারা দুইজন হাজারী হাট চৌরাস্তা এলাকায় বাসা বাড়া নিয়ে থাকতো।

সর্বশেষ ১৩ জুলাই বর্বর স্বামী মোটর সাইকেল করে অপর এক মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করে। এমন খবর পেয়ে স্বামী শাহাদাত হোসেন বাসায় আসলে এ নিয়ে স্ত্রী হামিদা প্রতিবাদ করলে বাসার দরজা বন্ধ করে স্বামী শাহাদাত হোসেন স্ত্রী হামিদা কে বর্বরোচিত হামলা চালায়।
এক পর্যায়ে গৃহবধূকে গলা টিপে হত্যার চেষ্টা করে পাষন্ড স্বামী শাহাদাত ।

পরে গৃহবধু হামিদার চিৎকার শুনে পাশের লোকজন তাকে উদ্ধার করে তার পিতাকে খবর দিলে এমন সময় পাষণ্ড স্বামী তার ২৬ মাসের বয়সী কন্যাকে নিয়ে পালিয়ে যায়।

পিতা আবদুল হালিম মেয়ে হামিদাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে আসে। থানা পুলিশ নির্যাতনের আঘাত চিহ্ন দেখে তাকে আগে চিকিৎসা নিতে অনুরোধ করে। নির্যাতনের শিকার হামিদা বেগম বর্তমানে নোয়াখালী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এব্যাপারে গৃহবধূ হামিদা বেগম’র পিতা বাদী হয়ে ১৪ জুলাই সন্ধ্যায় কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মাইজদী শহরের হুইল চেয়ারে বসে মোয়া বিক্রেতা অর্জুন এখন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন

নোয়াখালী প্রতিনিধি :: প্রতিবন্ধী হলেও অর্জুন পাল উদ্যোক্তা হওয়ার...

আদালতের নির্দেশে ১১ বছর পর শিবির কর্মীর লাশ উত্তোলন, কাউন্সিলর গ্রেপ্তার

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় আওয়ামী...

কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা; গড়বে...

কুকুরের ডাকে সাড়া মিললো অটোরিকশা চালক রবিন’র মরদেহ

নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর সদর উপজেলায় সেপটিক ট্যাংক থেকে...