জনতার হাতে আটক মুন্নি সাহাকে গ্রেপ্তার দেখিয়ে ডিবিতে হস্তান্তর

Date:

টাইমস রিপোর্ট :
রাজধানীর কারওয়ান বাজারে জনতার হাতে আটক সিনিয়র সাংবাদিক মুন্নি সাহাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে হেফাজত নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার রাত সাড়ে নয়টার দিকে কাওরানবাজারে একটি ভবনের নিচে মুন্নি সাহাকে দেখতে পেয়ে আটক করে স্থানীয় জনতা। খবর পেয়ে তেজগাঁও থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে যাত্রাবাড়ী থানায় থাকায় একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিন রাত সাড়ে দশটার দিকে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় মুন্নি সাহাকে গ্রেপ্তার দেখি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। কারণ মামলাটি তারা তদন্ত করছে। আগামীকাল তাকে আদালতে তোলা হবে বলেও জানান ওসি।

এর আগে দশটার দিকে ওসি মোবারক হোসেন জানিয়েছিলেন, জনতা মুন্নি সাহাকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তার নামে মামলা আছে কি-না যাচাই-বাছাই করছি।

মুন্নি সাহা একসময় বেসরকারি টেলিভিশন চ্যানেলের সিনিয়র সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে সেখান থেকে তার চাকরি যায়। এরপর নিজেই এক টাকার খবর নামে একটি গণমাধ্যম চালু করেন।

সূত্র :ঢাকা টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা...

ঈদে আসছে জিয়া উদ্দিন আলমের নাটক ‘খুচরা পাপী’

বিনোদন ডেস্ক :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের সন্তান,...

দেশ এখন দু’ভাগে বিভক্ত চাঁদাবাজ গোষ্ঠি ও মজলুম জনগোষ্ঠী, আমরা মজলুমের পক্ষে- ফখরুল ইসলাম

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক...

কোম্পানীগঞ্জে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কোম্পানীগঞ্জ...