পরাজিত শক্তিরা আগামী নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে : ফখরুল ইসলাম

Date:

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স এবং মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ্ ফখরুল ইসলাম বলেছেন, ‘নির্বাচন হলে তারা হেরে যাবে—এটি নিশ্চিত ভেবেই পরাজিত শক্তিরা আগামী জাতীয় নির্বাচন বানচালের জন্য সব ধরনের ষড়যন্ত্র করছে।’

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যার আগে বসুরহাট মেট্রো টাওয়ারে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশ এখন দুইটি ধারায় বিভক্ত—একটি পক্ষ দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে, আরেকটি পক্ষ সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটপাটে জড়িত। তিনি বলেন, ‘যারা গত ১৪ মাসে সন্ত্রাস, অবৈধ বালু ব্যবসা, চাঁদাবাজি বা শালিস বাণিজ্যের সঙ্গে জড়িত, তাদের সঙ্গে আমাদের কোনো ঐক্য হতে পারে না।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে ছিলেন আপোষহীন। তিনবারের প্রধানমন্ত্রী হয়েও তিনি কখনো নীতির সঙ্গে আপোষ করেননি।’

তিনি আরও বলেন, ১৯৭১ সাল থেকে দেশ যখনই ক্রান্তিকাল অতিক্রম করেছে, তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পরিবার এখনো দেশ রক্ষার ভূমিকা পালন করেছেন। ‘এখনও সব ষড়যন্ত্র রুখে দিয়ে দেশে নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,’ বলেন তিনি।

ফখরুল ইসলাম বলেন, জনগণই বিএনপির আসল শক্তি। তাই জনগণের আস্থা অর্জনে দলের নেতাকর্মীদের জনগণের সুখ-দুঃখে পাশে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্ছু। সঞ্চালনা করেন যুবদল নেতা আজিজুল হক রাজু।

সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা ও চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল বাশার, বিএনপি নেতা আবু তোহা, উপজেলা বিএনপির সাবেক সদস্য একরামুল হক মিলন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হারুনুর রশীদ ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী স্বপন, যুগ্ম আহ্বায়ক জসিম মেম্বার ও নাছের মেম্বার, সদস্যসচিব আবুল বশার, চরফকিরা যুবদল নেতা শিহাব উদ্দিন রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

৫ বছর পর মামলা থেকে খালাস পেয়ে বাড়ী যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল সুমনের

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কবিরহাটে সড়ক দুর্ঘটনায় মাদক...

নোয়াখালীতে ৬ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেলেন যারা

নোয়াখালী প্রতিনিধি:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৪ জেলার ৩০০টি...

কবিরহাটে ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ যাত্রী নিহত

কবিরহাট (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকের চাপায়...

ইমাম-খতিব ও শিক্ষকদের সঙ্গে বিএনপি নেতা ফখরুল ইসলাম’র মতবিনিময়

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সকল জামে মসজিদের ইমাম, খতিব...