কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে১১৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ,সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করেন কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া সকিনা -হানিফ স্মৃতি ফাউন্ডেশন।
বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজার ইসলামিয়া মডেল দাখিল মাদ্রাসা মাঠে এ পুরস্কার বিতরণ করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা জামে মসজিদ’র খতিব মাওলানা ফয়েজুল্লাহ’র সভাপতিত্বে ও আলী হেসেন’র সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সকিনা হানিফ স্মৃতি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও আমেরিকান প্রবাসী আবদুর রহিম সবুজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন, ইসলামিক দাখিল মডেল মাদ্রাসার সুপার মাওলানা এনামুল হক,সকিনা হানিফ স্মৃতি ফাউন্ডেশন এর সভাপতি মাওলানা আহমেদ করিম,সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন মানিক, বসুরহাট আজমিরী হোটেল এন্ড বেকারীর চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক আজিজুল হক রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, ২০২৪ সালে সকিনা হানিফ ফাউন্ডেশনে বৃত্তি অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলার ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ১হাজার ২’শ ৭৭ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল।এর মধ্যে ১১৫ জন মেধাবী,বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।