হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর হাতিয়ায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে নৌ-বাহিনী, কোষ্টগার্ড ও পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার চরকিং ইউনিয়নের বাসার মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু আগ্নয়াস্ত্র উদ্ধার করা হয়।
আটক দুজন হলো চরকিং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আব্দুল মতিনের ছেলে ইমাম হোসেন (৫০), একই ওয়ার্ডের মৃত নুরুল হকের ছেলে নবীর উদ্দিন (৫০)।
এই বিষয়ে মঙ্গলবার সকালে নৌবাহিনী হাতিয়া থানার প্রধান পটকে এক প্রেস ব্রিফিং করেন। তাতে উল্লেখ করা হয় প্রতিদিনের ন্যয় অপরাশেন ডেভিল হান্ট এর অধিনে যৌথ বাহিনী অভিযানে বের হয়। রাত ১১টার সময় টহল টিম চরকিং বাসার মার্কেটের পাশে একটি ইটভাটার কাছে পৌছলে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরন ঘটায়। আত্মরক্ষার্থে যৌথবাহিনী ফাঁকা গুলি ছুড়ে সন্ত্রাসীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ঘটনাস্থল থেকে ইমাম হোসেন ও নবির উদ্দিনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি একনালা দেশিয় বন্দুক, ৮টি কার্তুজ, ২০টি ককটেল, দুটি ডেগার, তিনটি কিরিস ও একটি তলোয়ার জব্দ করা হয়।
নৌবাহিনী হাতিয়া কন্টিজেন্টের প্রধান কমান্ডার আফসার আহাম্মেদ জানান, অপরাশেন ডেবিল হান্টের মাধ্যমে হাতিয়াতে অভিযান চলছে। আটক দুজনকে তাদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রসহ থানায় দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে। তিনি আরো জানান, হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় এখানে অভিযান করতে গিয়ে অনেক কষ্ট করতে হচ্ছে। প্রতিরাতে আমরা দূর্গম এলাকায় অভিযান পরিচালনা করে আসছি। এই দ্বীপকে পুরোপুরি সন্ত্রাস নির্মূল করা পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রেসব্রিফিং এ আরো উপস্থিত ছিলেন হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম আজমুল হুদা, কোষ্টগার্ড সদস্য ও পুলিশের কর্মকর্তারা।