কোম্পানীগঞ্জে সড়কে গ্যাসের রাইজার রেখেই চলছে ঢালাই

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট করালিয়া থেকে টুইন্যা পুকুর পর্যন্ত বাইপাস সড়কে (লিংক রোড়) গ্যাসের রাইজার রেখেই ঢালাই দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। রাইজার সরিয়ে নিতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নোয়াখালী শাখায় বেশ কয়েকবার চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। রাইজার স্থানান্তর না করার ফলে সড়কে গ্যাসের রাইজার রেখেই ঢালাই দিয়েছে ঠিকাদারি প্রতাষ্ঠান।

সূত্রে জানা যায়, বাইপাস সড়কে শেষ মূহুর্তের ঢালাইয়ের কাজ চলছে। রাস্তার মাঝখানে বিভিন্ন স্থানে রয়েছে ৬টি গ্যাসের রাইজার। এতে করে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।

স্থানীয়রা জানান, রাইজার রেখে ঢালাই দেওয়ায় গাড়ি চলাচলের সময় যে কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটতে পারে। প্রকল্প সংশ্লিষ্ট যাদের গাফিলতি রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোহাম্মদ মুন্না বলেন, প্রকল্পের কাজ শেষ করতে আমাদের তাগিদ রয়েছে। তাই ৪ ফুট করে জায়গা খালি রেখে ঢালাই দিতে হচ্ছে। এটা সরালে আমরা ফের এসে এ কাজটুকু শেষ করবো।

সড়ক ও জনপথ বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেছেন, সড়ক থেকে রাইজার সরিয়ে নিতে আমরা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নোয়াখালীর শাখায় বেশ কয়েকবার চিঠি দিয়েছি। তাদের বার বার চিঠি দেওয়ার পরও তারা রাইজারগুলো সরিয়ে নেননি। এখন তাদেরকে বলবো তারা যেনো দ্রুত রাইজারগুলো সরিয়ে নেন।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নোয়াখালীর রাজস্ব ও হিসাব শাখার (মাইজদী) সহকারী কর্মকর্তা আসগার হোসাইন বলেন, রাইজার সরিয়ে নিতে অর্থ বরাদ্দের প্রয়োজন। সড়ক বিভাগ আমাদেরকে রাইজার সরিয়ে নিতে কোনো অর্থ বরাদ্দ দেয় নি। তারা যদি আমাদের অর্থ বরাদ্দ দেয় তাহলে আমরা দ্রুত রাইজারগুলো সরিয়ে নেবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে আইএইচ আরসি’র ঈদ প্রীতি ও অভিষেক অনুষ্ঠান

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আই এইচআরসি) নোয়াখালী কোম্পানীগঞ্জ...

চাটখিলে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর চাটখিল উপজেলায় পানিতে...

খাদ্য ও চিকিৎসার অভাবে চাটখিলের জোড়া লাগা যমজ শিশু

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর চাটখিলে আফরোজা-শাহীনুর দম্পতির...

ক্যান্সার আক্রান্ত রিজভীর চিকিৎসায় এগিয়ে আসুন

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর চাটখিলে মরণব্যাধি ক্যান্সারে...