সোনাইমুড়ীতে সাহিত্য মেলায় লেখকদের মিলন মেলা

Date:

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর সোনাইমুড়ীতে অনুষ্ঠিত হয়েছে উপজেলা সাহিত্য মেলা ২০২৩ইং। বৃহস্পতিবার সকাল থেকে প্রায় ২০টি স্টলে নোয়াখালী জেলার বিভিন্ন স্থান থেকে আগত লেখক-পাঠকদের মিলনমেলায় আনন্দে মুখরিত হয় সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ। বিভিন্ন বয়সী লেখকদের নানারকম বই ছিল স্টল গুলোতে। ছোটদের জন্য ছড়া,কার্টুন গল্প,ছোট গল্প, বড়দের জন্য বিখ্যাত সাহিত্যিকদের বই,কবিতা,প্রবন্ধ,গল্প,উপন্যাসসহ হরেকরকমের বই ছিল স্টলগুলোতে।

দু’দিন ব্যাপি অনুষ্ঠিত মেলার প্রথম দিনে প্রধান অতিথি ছিলেন,নোয়াখালী-১(চাটখিল-সোনাইমুড়ী)আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম এমপি। সভাপতিত্ব করেন, নোয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অজিত দেব।উপজেলা শিক্ষা কর্মকর্তা এমরান হোসেনের সঞ্চলনায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসমাইল হোসেন, সোনাইমুড়ী পৌরসভা মেয়র ভিপি নুরুল হক চৌধুরী, থানার ওসি জিয়াউল হক,উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আ.ফ.ম বাবুল বাবু,উপজেলা ভূমি কর্মকর্তা শাহিন মিয়া, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার পারুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এতে আগামীতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে মফস্বল পর্যায়ের উদ্যমী তরুণ-প্রবীণ লেখকদের প্রতিভা বিকশিত হবে এমনটাই প্রত্যাশা করে সকলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

চরকাঁকড়া ইউপি চেয়ারম্যান’র বিরুদ্ধে থানায় জিডি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ওষুধ দোকানের মালিককে হত্যার হুমকির...

কৃষি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা, মুচলেকা দিল ব্যবসায়ী

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি ::নোয়াখালীর চাটখিলে কৃষি...