কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১০ হাজার ৭৩৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন এক হাজার ৭৭৮ ভোট। জামায়াত সমর্থিত মোবাইল প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোশারফ হোসেন পেয়েছেন ১হাজার ৪শ ৫১ ভোট।
শনিবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন সিনিয়র নির্বাচন কর্মকর্তা রবিউল আলম।
এর আগে সকাল ৮টা থেকে শুরু হয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জমে উঠে এবারের বসুরহাটের পৌর নির্বাচন।
নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠে ছিল পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারের ৪০০ সদস্য। র্যাবের তিনটি টিম, বিজিবি চার প্লাটুন, পুলিশের মোবাইল টিম ৯টি, স্ট্রাইকিং টিম দুটি, নির্বাহী ম্যাজিস্ট্রেট ৯ জন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একজন।
নোয়াখালী বসুরহাট পৌরসভা নির্বাচনে প্রধান দুই দলের প্রার্থীসহ মেয়রপ্রার্থী তিনজন, কাউন্সিলর ২৫ এবং সংরক্ষিত নারী প্রার্থী সাতজন। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত বসুরহাট পৌরসভা নির্বাচনে মোট ভোটার ২১ হাজার ১১৫ জন, নারী ভোটার ১০ হাজার ৪৯৪ জন এবং পুরুষ ১০ হাজার ৬২১ জন।
উল্লেখ্য, বসুরহাট পৌরসভার মেয়রপদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা ইতোমধ্যে তার বিভিন্ন পথসভা, কর্মিসভায় হাফ ডজন জেলা ও কেন্দ্রীয় নেতাদের নিয়ে মন্তব্য ও সমালোচনা করে দেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে পরিণত হন।