আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৮ বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার ২৪ ঘণ্টার ব্যবধানে এই প্রাণহানীর ঘটনা ঘটেছে। এ নিয়ে দেশটিতে করোনা ভাইরাসে মোট ৫৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। বেশিরভাগ বাংলাদেশির মৃত্যু হয়েছে নিউ ইয়র্কে অঙ্গরাজ্যে।
ঢাকায় প্রাপ্ত খবরে বলা হয়েছে, উবার ও ট্যাক্সিচালকদের বড় একটি অংশ করোনায় আক্রান্ত হয়েছেন। যারা মারা গেছেন তাদের মধ্যে এদের সংখ্যাই বেশি। তবে বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা যেমন বেড়েছে তেমনি অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৬ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৫ হাজারের বেশি মানুষের। এর মধ্যে নিউ ইয়র্কেই মৃত্যু হয়েছে এক হাজার সাড়ে তিনশো মানুষের। পরিস্থিতি মোকাবেলায় নিউ ইয়র্কে অনেকগুলো অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে। এছাড়া ২০টি হোটেলে ১০ হাজার শয্যার হাসপাতাল করা হয়েছে।