Home Blog Page 29

কোম্পানীগঞ্জে ঘুর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত ১৩২ পরিবারকে চেক বিতরণ

0

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত ১৩২ পরিবারকে প্রধান মন্ত্রীর উপহার হিসেবে জিআর’র নগদ টাকার চেক
বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ১২ টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রনালয়ের আয়োজনে এ চেক বিতরণ করেন।

চেক বিতরণ পূর্বে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসাইন পাটোয়ারী’র সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম শরিফ চৌধুরী পিপুল, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ যোবায়ের হোসেন সোহেল, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মাঈন উদ্দিন, চরফকিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জায়েদুল হক কচি, সিরাজপুর ইউনিয়ন চেয়ারম্যান নাজিম উদ্দীন মিকন, চরহাজারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহি উদ্দিন সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ। শেষে ৮টি ইউনিয়নে ১৩২ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫০০০ হাজার টাকা করে চেক বিতরণ করেন।

নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৫

0
https://noakhalitimes.com

সদর (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মোহাম্মদ নোমানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের হাউজিং এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে শহরের একটি রেস্টুরেন্টে বসে গোপন বৈঠক করছে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ছাত্রদলের নেতাকর্মীরা। এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। এ সময় আরও বেশ কয়েকজন পালিয়ে যায়।

নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান বলেন, সারা দেশব্যাপী ছাত্রদের কোটা বিরোধী যে আন্দোলন চলছে তার ধারাবাহিকতায় নোয়াখালীতেও মিছিল সমাবেশ করছে সাধারণ ছাত্ররা। এটার সাথে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই। নোমান মঙ্গলবার রাতে তার মালিকানাধীন রেস্টুরেন্ট হাঙ্গার কিচেনে তার ব্যবসা পরিচালনা করছিলো। এ সময় পুলিশ সেখানে গিয়ে তাকেসহ পাঁচজনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। জেলা বিএনপি এই গ্রেপ্তারে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক রনি জানান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নোমানসহ ছাত্রদলের নেতাকর্মীরা শহরের একটি রেস্টুরেন্ট বসে গোপন বৈঠক করছে, এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। নোমানের বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি রাজনৈতিক মামলা রয়েছে। আজ বুধবার (১৭ জুলাই) তাদের আদালতে প্রেরণ করার হবে।

কোম্পানীগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ হয়ে পুরস্কার পেলেন যারা

0

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ ও প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে বই , ক্রেষ্ট ও সনদ বিতরণ করছে উপজেলা প্রশাসন ও শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার( ১৬ জুলাই) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠান কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অফিসার মো: আনোয়ার হোসাইন পাটোয়ারী’র সভাপতিত্বে এসময়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম শরিফ চৌধুরী পিপুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, নোয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর উদ্দিন মো: জাহাঙ্গীর, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ বেলায়েত হোসেন, অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিস হিসাব রক্ষক মো:আব্দুল্যাহ।

বিভিন্ন ক্যাটাগরিতে কলেজ পর্যায়েশিক্ষা প্রতিষ্ঠান প্রধান হয়েছেন জৈতুন নাহার কাদের মহিলা কলেজ অধ্যক্ষ মো: বেলায়েত হোসেন, মাদ্রাসা পর্যায়ে মুছাপুর জামেয়া শরাফতিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা’র অধ্যক্ষ আবদুল্যাহ আল মাহামুদ, মাধ্যমিক পর্যায়ে বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন আবু নাছের চৌধরী পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন বিএসসি, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন কলেজ পর্যায়ে জৈতুন নাহার কাদের মহিলা কলেজ পৌরনীতি ও সুশাসন’র প্রভাষক নিগাত সুলতানা, মাদ্রাসা পর্যায়ে জামেয়া শরাফতিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা’র আরবী প্রভাষক মো:নুরুল আমিন, মাধ্যমিক স্কুল পর্যায়ে বসুরহাট আবদুল হালিম করোনেশন সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: আনোয়ারুল হক।

শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন রংমালা দারুস সুন্নাহ মডেল আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র আবু যোবায়ের।

মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে আবু নাছের চৌধরী পৌর উচ্চ বিদ্যালয়,মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মুছাপুর জামেয়া শরাফতিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা নির্বাচিত হয়।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি বৃন্দ বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহবান জানান।

কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুুষ্ঠিত

0

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুলাই) বিকাল ৩ টায় উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস এর আয়োজনে ফজলুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনালে রামপুর মুক্তিযোদ্ধা আমান উল্যাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১- ০ গোলের ব্যবধানে পরাজিত করে দক্ষিণ -পূর্ব চরকাঁকড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হয় । অপর দিকে বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনালে বামনী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে একই স্কুল দক্ষিণ – পূর্ব চরকাঁকড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে প্রশংসা কুড়িয়ে নেয়।

পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ খেলোয়াড়দের মাঝে কাপ ও মেডেল তুলে দেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম শরিফ চৌধুরী পিপুল, এসময়ে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো:হাবেল উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার এটিএম এহছানুল হক চৌধুরী, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মো: বেলায়েত হোসেন, পুলিশ উপপরিদর্শক আক্তার হোসেন, এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রাথমিক বিদ্যলয়ের শিক্ষক- শিক্ষিকা ও ছাত্র- ছাত্রী।

কোম্পানীগঞ্জে পরকীয়ার প্রতিবাদ করায় বর্বর স্বামীর নির্যাতনের শিকার স্ত্রী হামিদা

0

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
যৌতুক ও নারীলোভী স্বামীর নির্যাতনে নোয়াখালী সদর হাসপাতালে বিছানায় তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন হামিদা বেগম (২৮) নামের এক গৃহবধূ। পাষণ্ড স্বামীর বর্বর নির্যাতনের শিকার ওই গৃহবধূকে গত শনিবার বিকালে হাসপাতালে ভর্তি করেন তার বাবা। বর্তমানে হাসপাতালের বেডে রয়েছেন নির্যাতনের শিকার গৃহবধূ।

শনিবার (১৩ জুলাই) সকাল ১০ ঘটিকায় চর হাজারী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এঘটনা ঘটে।

খবর পেয়ে নির্যাতিত গৃহবধূর পাশে দাঁড়িয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সদস্যরা।

নির্যাতিতার স্বজনরা জানায়, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন ৯ ওয়ার্ডের বাসিন্দা আবদুল হালিমের কন্যা হামিদা বেগম’র সাথে চরহাজারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মনুখাঁর বাড়ীর শাহআলম’র পুত্র শাহাদাত হোসেন’র সাথে ২০২০ সালে বিয়ে হয়। তাদের ২৬ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। শাহাদাত হোসেন পেশায় একজন সিএনজি চালক। বিয়ের পর থেকে যৌতুক লোভী স্বামী শাহাদাত স্ত্রী হামিদা’র পিতার বাড়ী থেকে যৌতুক দাবী করে । হামিদা’র পিতার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আর্থিক অনুযায়ী যৌতুকলোভী স্বামীর দাবী পূরণ করে। স্বামী শাহাদাত হোসেনে’র প্রতিনিয়ত যৌতুক দাবী করে আসছে তার যৌতুকের চাহিদা পূরণ করতে না পারায় এনিয়ে তাকে আরো কয়েকবার মারধরও করছে।

অপর দিকে পাষণ্ড স্বামী শাহাদাত হোসেন বিয়ের পর থেকে একাধিক নারীর সাথে তার অবৈধ সম্পর্কের অভিযোগ রয়েছে এ নিয়েও স্বামী -স্ত্রী পারিবারিক কলাহ লেগে রয়েছে। তারা দুইজন হাজারী হাট চৌরাস্তা এলাকায় বাসা বাড়া নিয়ে থাকতো।

সর্বশেষ ১৩ জুলাই বর্বর স্বামী মোটর সাইকেল করে অপর এক মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করে। এমন খবর পেয়ে স্বামী শাহাদাত হোসেন বাসায় আসলে এ নিয়ে স্ত্রী হামিদা প্রতিবাদ করলে বাসার দরজা বন্ধ করে স্বামী শাহাদাত হোসেন স্ত্রী হামিদা কে বর্বরোচিত হামলা চালায়।
এক পর্যায়ে গৃহবধূকে গলা টিপে হত্যার চেষ্টা করে পাষন্ড স্বামী শাহাদাত ।

পরে গৃহবধু হামিদার চিৎকার শুনে পাশের লোকজন তাকে উদ্ধার করে তার পিতাকে খবর দিলে এমন সময় পাষণ্ড স্বামী তার ২৬ মাসের বয়সী কন্যাকে নিয়ে পালিয়ে যায়।

পিতা আবদুল হালিম মেয়ে হামিদাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে আসে। থানা পুলিশ নির্যাতনের আঘাত চিহ্ন দেখে তাকে আগে চিকিৎসা নিতে অনুরোধ করে। নির্যাতনের শিকার হামিদা বেগম বর্তমানে নোয়াখালী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এব্যাপারে গৃহবধূ হামিদা বেগম’র পিতা বাদী হয়ে ১৪ জুলাই সন্ধ্যায় কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কোটা বাতিল বা বহাল নয়, সংস্কার চায় জাসদ

0

বিশেষ প্রতিনিধি :: জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেছেন, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিল বা বহাল নয়, বরং সংস্কার করা জরুরি। মঙ্গলবার (৯ জুলাই) এক ‍বিবৃতিতে তারা এই কথা বলেন। 

বিবৃতিতে বলা হয়, ২০১৮ সালে একদল ছাত্র-ছাত্রী কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেছিল, যার পরিপ্রেক্ষিতে তৎকালীন সরকার কোটা ব্যবস্থা পুরোপুরি বাতিল করে দেয়। এটি আবেগপ্রসূত এবং ভুল সিদ্ধান্ত ছিল। মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায়ের পর, কিছু ছাত্র-ছাত্রী মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে তথাকথিত ‘বাংলা ব্লকেড’ আন্দোলন শুরু করে, যা নিছক কোটা বাতিলের নিষ্পাপ আন্দোলন ছিল না। তাদের কথাবার্তায় মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি অশ্রদ্ধা প্রকাশিত হয়েছে। আন্দোলনকারীদের পেছনে স্বাধীনতা বিরোধী শক্তির রাজনৈতিক ইন্ধনও প্রকাশিত হয়েছে।

জাসদের নেতারা বলেন, মুক্তিযোদ্ধারা শুধু জাতির শ্রেষ্ঠ সন্তানই নন, তাদের পরিবারও মুক্তিযুদ্ধে ও পরবর্তীকালে মুক্তিযুদ্ধ বিরোধী সরকারগুলির দ্বারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাধীনতার পর সকল সরকার যৌক্তিক কারণে কোটা পদ্ধতি বহাল রেখেছে। সমাজে বৈষম্য কমানোর জন্যই এটি করা হয়েছে। কিন্তু একসময় কোটা পদ্ধতি অপ্রয়োজনীয় হয়ে উঠবে এবং তুলে দিতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান বা পরিবারে কত প্রজন্ম পর্যন্ত এ সুবিধা পাবে, তারও পদ্ধতি ও সময় কাঠামো নির্ধারণ করা জরুরি।

জাসদের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে অনুচ্ছেদ ২৯(৩)(ক) তে বলা হয়েছে, ‘নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারে, সেই উদ্দেশ্যে তাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করতে রাষ্ট্রকে নিবৃত্ত করবে না।’ সংবিধানের আলোকে কোটা ব্যবস্থা পর্যালোচনা করে নারী, ক্ষুদ্র নৃ—গোষ্ঠী, প্রতিবন্ধীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীগুলি এবং মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য যৌক্তিক পরিমাণ কোটা সংরক্ষণ করে কোটা ব্যবস্থা যৌক্তিক করতে হবে। জাসদ নেতৃবৃন্দ, কোটা সংস্কারের লক্ষ্যে একটি ‘কোটা সংস্কার কমিশন’ গঠনের জন্য সরকারের কাছে দাবি জানান। কোটা সংস্কার কমিশন সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলোচনা করে দ্রুততার সাথে একটি প্রতিবেদন সরকারের কাছে জমা দেবে এবং তার ভিত্তিতে কোটা সংস্কারের কার্যকর পদক্ষেপ নেবে। ততক্ষণ পর্যন্ত আন্দোলনরত ছাত্র-ছাত্রীসহ সকল পক্ষকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান তারা।

জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার অপর এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বৈষম্যমূলক পেনশন ব্যবস্থার পরিবর্তে সর্বজনীন পেনশন চালুর দাবি জানিয়েছেন। তারা বলেন, জনপ্রশাসনের জন্য এক রকম পেনশন ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়সহ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সেক্টর কর্পোরেশনসমূহের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আরেক রকম পেনশন স্কিমের বিধান বৈষম্যমূলক। এই বৈষম্যমূলক পেনশন স্কিম বাতিল করে একটি সর্বজনীন পেনশন স্কিম চালুর প্রস্তাব দিয়েছেন।

জাসদ নেতা বীরমুক্তিযোদ্ধা মো: শফিউর রহমান শফির মুক্তি দাবীতে বিক্ষোভ মিছিল

0

বিশেষ প্রতিনিধি :: জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলির সদস্য, বাজুবাঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বাঘা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো: শফিউর রহমান শফির মুক্তির দাবীতে জাসদ রাজশাহী মহানগর ও জেলা বৃহস্পতিবার বিকাল ৫ টায নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। গনক পাড়া জয় বাংলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে আলুপট্টি, সোনাদীঘি মোড় প্রদক্ষিণ করে সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুল কবীর বাবুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাসদ সভাপতি প্রদীপ মৃধা, কেন্দ্রীয় কার্যকরী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জুলফিকার মান্নান জামী, মহানগর সহ সভাপতি মো: মোশাররফ হোসেন,শাহরিয়ার রহমান সন্দেশ, সাবেক ছাত্রনেতা জুয়েল খান,পাভেল ইসলাম মিমুল ও বাংলাদেশ ছাত্রলীগ নেতা মো: সোহেল রানা।

সমাবেশ থেকে জাসদ নেতৃবৃন্দ অবিলম্বে বীরমুক্তিযোদ্ধা মো: শফিউর রহমান শফির মুক্তি দাবী করেন। এজাহারে নাম না থাকার পরেও কেন একজন বীরমুক্তিযোদ্ধা, জেষ্ঠ নাগরিক, নেতা ও জনপ্রতিনিধিকে কোন প্রভাবশালীর কথিত চাপে অন্যায় ভাবে জেলে পাঠানো হলো সেই জবাবদিহিতাও দাবী করেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষভাবে খুব দ্রুত বাঘার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে মানুষের শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনতে পারবেন।

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, জাসদ নেতা মো: শরাফত উল্লাহ, পুতুল কান্তি ভট্টাচার্য, মাসুম আহমেদ, এ কে এম বাহাউদ্দিন বাহার, আশরাফুল আলম সিদ্দিক, মঞ্জুরুল ইসলাম শিবলী, গাজী আলমগীর কবীর, মাহমুদ হোসেন রাসেল, মানিক সরকার, সৈয়দ জোহেব রনি, মাসুদ রানা, ছাত্রনেতা শিহাবউদ্দিন সোহাগসহ জাসদ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

চাটখিলে ৮০ বস্তা ভারতীয় চিনিসহ একজন আটক

0
https://noakhalitimes.com

চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর চাটখিলে পিকআপসহ ৮০ বস্তা ভারতীয় চিনিসহ মো. রিয়াদ হোসেন (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে ভোর রাত চার টার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে মো. রিয়াদ চোরাই পথে আনা ৮০ বস্তা চিনির একটি পিকআপসহ জব্দ করে চাটখিল থানা পুলিশ। দাম কম হওয়ায় চোরাকারবারিরা অবাধে ভারতীয় চিনি এনে পাইকারি দরে বিক্রি করেন। প্রতি বস্তা চিনির দাম ভারতে তিন হাজার রুপি হলেও বাংলাদেশে ৫ হাজার টাকায় বিক্রি হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রিয়াদকে ৮০ বস্তা চিনি পিকআপসহ গ্রেপ্তার করা হয়। জব্দ হওয়া চিনির বাজার মূল্য ৪ লাখ টাকা। চোরাই পথে শুল্ক ফাঁকি দিয়ে আনা হয় ভারতীয় চিনি। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে প্রেরণ করা হয়।

কোম্পানীগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

0

নোয়াখালী টাইমস ডেস্ক :: খরিপ -২/ ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচীর আওতায় মৌসুমে আমন ধান এর আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার( ৪ জুলাই) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম শরিফ চৌধুরী পিপুল, কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি মো: ইউনুছ।

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার( ভূমি) হাবিল উদ্দিন’র সভাপতিত্বে এসময়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো: বেলাল হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তাসলিমা ফেরদৌসী, উপজেলা মৎস্য কর্মকর্তা আশ্রাফুল ইসলাম সরকার,উদ্ভিদ সংরক্ষণ অফিসার আক্রাম উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো: সাইফুল্লাহ,মো: ফরহাদ আলী, মো:ইয়াছিন, সমাছুল হুদাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলার ঘুর্ণিঝড় রেমালের ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের কৃষি প্রণোদনা ও পূনর্বাসনের আওতায় সাড়ে ৪ হাজার ৭শ’ কৃষককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো:বেলাল হোসেন জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পূণর্বাসন ও কৃষি প্রণোদনার আওতায় আমন বীজ ও সার বিতরণ করা শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের সার্বিক তত্ত্বাবধানে এ বীজ ও সার বিতরণ করা হচ্ছে। কোম্পানীগঞ্জে মোট ৪ হাজার ৭শ’ কৃষকের মাঝে এ প্রণোদনা দেয়া হবে। সার, বীজ বিতরণ অনুষ্ঠানে এসময়ে গনমাধ্যমকর্মীরা সহ কৃষকরা উপস্থিত ছিলেন।

হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বিএনপি-জামায়াতের ২ নেতার মৃত্যু

0

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় জামাল উদ্দিন গাজী (৫৫) ও মাওলানা হাফিজ উল্যাহ (৫৭) নামে দুই বিএনপি-জামায়াত নেতার মৃত্যু হয়েছে। ২০১৪ সালের উপজেলার বাংলাবাজার এলাকার একটি বিস্ফোরক মামলার হাজিরা দিয়ে বাড়ি ফিরছিলেন।
মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের সুলতান নগর এলাকার চরজব্বর-সোনাপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল উদ্দিন গাজী উপজেলার চর আমান উল্যা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের কাটাবুনিয়া গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে এবং একই ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। হাফিজ উপজেলার চরবাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত মাওলানা নুরুল উল্যার ছেলে এবং একই ইউনিয়নের জামায়াত নেতা ও উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক ছিলেন।

চর আমান উল্যা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইউপি সাবেক সদস্য ( মেম্বার) হোসেন আহাম্মদ দুলাল বলেন, সকালে বিএনপি নেতা গাজী তার আত্মীয় জামায়াত নেতা হাফিজ উল্যা এক সাথে মোটরসাইকেল যোগে জেলা শহর মাইজদীতে রাজনৈতিক একটি বিস্ফোরক মামলার হাজিরা দিতে যান। হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার চরজব্বর – সোনাপুর সড়কের সুলতান নগর এলাকার পৌঁছলে পিছন দিক থেকে একটি বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশা তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল চালক হাফিজ উল্যাহ ও আরোহী জামাল উদ্দিন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পেছনের চলন্ত একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে রাস্তার বাহিরে চলে যায়। এতে ঘটনাস্থলেই বিএনপি নেতা জামাল উদ্দিন গাজী মারা যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামাল উদ্দিন গাজীকে মৃত ঘোষণা করে। মোটর সাইকেল চালক জামায়াত নেতা মাওলানা হাফিজ উল্যাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টায় মারা যান ।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলম ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাক ড্রাইভারসহ ট্রাকটি আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করে। তবে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।