Home Blog Page 42

সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের

0
https://noakhalitimes.com

খেলাধূলা ডেস্ক :: সিলেট টেস্টে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ। শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৩ উইকেট। প্রথম সেশনেই নাঈম আর তাইজুল এই তিনটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করে। ম্যাচে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরষ্কার হাতে উঠে তাইজুলের হাতে। 

গতকাল বাংলাদেশের দেওয়া ৩৩২ রানের টার্গেটে সেই লক্ষ্য ব্যাট করতে নেমে শুরতেই চাপে পড়ে কিউইরা। তাইজুল ইসলামের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপ সামাল দিতে ব্যর্থ হয় নিউজিল্যান্ড। ৭ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে চতুর্থ দিন শেষ করেছিল সফরকারীরা।

নিউজিল্যান্ডের লড়াইয়ের শেষ আশা হয়ে ছিল ৪৪ রানে অপরাজিত ড্যারিল মিচেল। সকালে মিচেল তার টেস্ট ক্যারিয়ারের ৯ম ফিফটি তুলে নেয়। ১২০ বলে ৫৮ রান করে নাঈম হাসানের বলে সুইপ করতে গিয়ে তাইজুলের হাতে ধরা পরেন এই ব্যাটার। এরপর মাঠে এসে পাল্টা আক্রমন করে নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি। তাইজুলের বলে আউট হওয়ার আগে আক্রমণাত্বক ব্যাটিংয়ে ২ ছক্বা ও ১ চারে ২৪ বলে ৩৪ রান করেন সাউদি। 

শেষ ব্যাটার হিসেবে আউট হন অনেকক্ষণ ধরে প্রতিরোধ গড়ে রাখা ইশ সোধি। তিনি ৯১ বলে ২২ রান করে তাইজুলের শিকার হন। ১৮১ রানে শেষ হয়  নিউজিল্যান্ড এর দ্বিতীয় ইনিংস।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে এ নিয়ে ৭ম টেস্ট খেলল বাংলাদেশ। ৩ হার ও ৩ ড্রয়ের পর ঘরের মাঠে কিউইদের বিপক্ষে এই প্রথম টেস্ট জিতল বাংলাদেশ। আর তাতে দারুণ অবদান বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের। নিউজিল্যান্ডের দুই ইনিংস মিলিয়ে মোট ১০ উইকেট নিলেন তিনি। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের পর বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্টে দ্বিতীয়বারের মতো এক ম্যাচে ১০ উইকেট নিলেন তাইজুল। ২০১৮ সালে টেস্টে প্রথমবারের মতো তাইজুল ১০ উইকেট নিয়েছিলেন এই সিলেটেই! নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ১০৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন তাইজুল। দ্বিতীয় ইনিংসে ৭৫ রানে নিলেন ৬ উইকেট।

সিলেট টেস্ট জয়ে ব্যাটসম্যানদের কথাও বলতে হবে। বাংলাদেশের প্রথম ইনিংসে ৮৬ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেন ওপেনার মাহমুদুল হাসান। দ্বিতীয় ইনিংসে হাল ধরেছিলেন তিন ব্যাটসম্যান—অধিনায়ক নাজমুল হোসেন (১০৫), মুশফিকুর রহিম (৬৭) ও মেহেদী হাসান মিরাজ (৫০*)।

কোম্পানীগঞ্জে চাঁদার দাবিতে একই পরিবারের ৬ জনকে কুপিয়ে জখমের অভিযোগ

0
https://noakhalitimes.com

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চাঁদা না দেওয়ায় একই পরিবারের ৬ জনকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১ ডিসেম্বর) রাতে উপজেলার চর এলাহী ইউনিয়নের গাংচিল বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
আহতরা হলেন, গাংচিল বাজারের রাজ গার্মেন্টসের মালিক শাহরাজ উদ্দিন (৩১), হাজী মুস্তাফিজুর রহমান (৮৩), মোঃ বেলায়েত হোসেন (৬৩), ওমর ফারুক (৩৮), শাহাব উদ্দিন (৬৩) ও ইমাম হোসেন খান (৫৬)।

জানা যায়, ব্যবসা পরিচালনার জন্য গাংচিল বাজারের রাজ গার্মেন্টসের মালিক শাহরাজ উদ্দিনের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. রাজীব খান। টাকা না দেওয়ায় বিভিন্ন সময় সে হুমকি দিত। শুক্রবার (১ ডিসেম্বর) রাত ৯টার দিকে রাজিব ও তার সহযোগীরা রাজ গার্মেন্টস নামের কাপড়ের দোকানে হামলা ও ভাঙচুর চালান। এতে একই পরিবারের ছয়জন আহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ২ মিনিট ৫১ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়।

রাজ গার্মেন্টসের মালিক শাহরাজ উদ্দিন বলেন, আমার কাছ থেকে ব্যবসা পরিচালনার জন্য এক লাখ টাকা চাঁদা দাবি করেছে বাজার কমিটির সাধারণ সম্পাদক রাজিব। আমি চাঁদা দিলে ব্যাবসা করতে দেবেনা বলে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। গতকাল রাজিব সন্ত্রাসী নিয়ে দোকানে ভাঙচুর ও লুটপাট করে পাশাপাশি কুপিয়ে আমার দাদা, চাচা, ভাইসহ ৬ জনকে জখম করে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল হক বলেন, হাতাহাতির খবর শুনে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি আহতরা পড়ে আছে। পরে পুলিশকে জানাই এবং অ্যাম্বুলেন্সের মাধ্যমে আহতদের হাসপাতালে প্রেরণ করি। দেশীয় অস্ত্র নিয়ে এভাবে জখম করা মর্মান্তিক ঘটনা। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. রাজীব খানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য সংযুক্ত করা যায়নি।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারা দেশে জাসদ’র ৯০ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন

0

নিউজ ডেস্ক:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মনোনীত ৯০ জন প্রার্থী নিজ নিজ নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের নিকট তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামীকাল থেকে দল মনোনীত প্রার্থীদের দলীয় প্রতীক মশাল বরাদ্দের চিঠি প্রদান করা শুরু হবে।

দাখিলকৃত প্রার্থীরা হলো ০১। পঞ্চগড়-১ মো: ফারুক আহম্মদ, ০২। দিনাজপুর-৪ এড. লিয়াকত আলী, ০৩। দিনাজপুর-৬ শাহ আলম বিশ্বাস, ০৪। নীলফামারী-৩ অধ্যাপক আজিজুল ইসলাম, ০৫। নীলফামারী-৪ মো:আজিজুল হক, ০৬। লালমনিরহাট-১ ডা. হাবিব মো: ফারুক, ০৭। লালমনিরহাট-৩ আজমুল হক পুতুল, ০৮। রংপুর-৩ সাহীদুল ইসলাম, ০৯। গাইবান্ধা-১ মো: গোলাম আহসান হাবিব মাসুদ, ১০। গাইবান্ধা-২ গোলাম মারুফ মনা, ১১। গাইবান্ধা-৩ এস এম খাদেমুল ইসলাম খুদী, ১২। জয়পুরহাট-১ আবুল খায়ের মো: শাখাওয়াত হোসেন, ১৩। জয়পুরহাট-২ আবুল খায়ের মো: শাখাওয়াত হোসেন, ১৪। বগুড়া-১ এড. হাসান আকবর আফজল হারুন, ১৫। বগুড়া-৩ আব্দুল মালেক সরকার, ১৬। বগুড়া-৪ এ কে এম রেজাউল করিম তানসেন, ১৭। বগুড়া-৫ রাসেল মাহমুদ, ১৮। বগুড়া-৬ এড. এমদাদুল হক ইমদাদ, ১৯। বগুড়া-৭ মো: আব্দুর রাজ্জাক, ২০। নওগাঁ-৫ এস এম আজাদ হোসেন মুরাদ, ২১। রাজশাহী-২ আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, ২২। রাজশাহী-৬ জুলফিকার মান্নান জামী, ২৩। নাটোর-১ মো: মোয়াজ্জেম হোসেন, ২৪। সিরাজগঞ্জ-১ সাইফুল ইসলাম, ২৫। সিরাজগঞ্জ-৪ মোস্তফা কামাল বকুল, ২৬। সিরাজগঞ্জ-৬ মোজাম্মেল হক, ২৭। পাবনা-১ শেখ আনিসুজ্জামান, ২৮। পাবনা-২ মোছা: পারভীন খাতুন, ২৯। পাবনা-৪ মো: আব্দুল খালেক, ৩০। কুষ্টিয়া-১ শরিফুল কবির স্বপন, ৩১। কুষ্টিয়া-২ হাসানুল হক ইনু, ৩২। কুষ্টিয়া-৩ গোলাম মোহসীন, ৩৩। চুয়াডাঙ্গা-২ দেওয়ান মোঃ ইয়াছিন উল্লাহ, ৩৪। ঝিনাইদহ-২ ফজলুল করিম গামা, ৩৫। বাগেরহাট-৩ শেখ নুরুজ্জামান মাসুম, ৩৬। সাতক্ষীরা-১ শেখ মো: ওবায়েদুস সুলতান বাবলু, ৩৭। পটুয়াখালী-১ কে এম আনোয়ারুজ্জামান মিয়া (চুন্নু), ৩৮। পটুয়াখালী-৪ বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, ৩৯। ভোলা-১ বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, ৪০। বরিশাল-৬ মোঃ মোহসীন, ৪১। পিরোজপুর-১ সাইদুল ইসলাম ডালিম, ৪২। টাঙ্গাইল-৪ ড. এস এম আবু মোস্তফা, ৪৩। টাঙ্গাইল-৭ মো: মঞ্জুর রহমান মজনু, ৪৪। শেরপুর-২ লাল মো: শাহজাহান কিবরিয়া, ৪৫। ময়মনসিংহ-২ এড. শিব্বির আহমেদ লিটন, ৪৬। ময়মনসিংহ-৪ এড. নজরুল ইসলাম চুন্নু, ৪৭। ময়মনসিংহ-৫ মোঃ শামসুল আলম খান সাংবাদিক, ৪৮। ময়মনসিংহ-৬ সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, ৪৯। ময়মনসিংহ-৭ রতন সরকার, ৫০। ময়মনসিংহ-৯ এড. গিয়াস উদ্দিন, ৫১। ময়মনসিংহ-১১ এড. সাদিক হোসেন, ৫২। নেত্রকোণা-৪ মো: মসফিকুর রহমান, ৫৩। মানিকগঞ্জ-১ আফজাল হোসেন খান জকি, ৫৪। মানিকগঞ্জ-২ মো: রফিকুল ইসলাম সিদ্দিকী, ৫৫। মানিকগঞ্জ-৩ সৈয়দ সারোয়ার আলম চৌধুরী, ৫৬। ঢাকা-৭ হাজী ইদ্রিস ব্যাপারি, ৫৭। ঢাকা-৯ এড. নিলাঞ্জনা রিফাত (সুরভী), ৫৮। ঢাকা-১৪ এড. আবু মো: হানিফ, ৫৯। ঢাকা-১৫ মুহাম্মদ সামছুল ইসলাম সুমন, ৬০। গাজীপুর-৩ জহিরুল হক মন্ডল বাচ্চু, ৬১। গাজীপুর-৫ মোহাম্মদ তারিকুল ইসলাম আকন্দ (লিটন), ৬২। নরসিংদী-২ জায়েদুল কবীর, ৬৩। নরসিংদী-৫ মো: মাহফুজুর রহমান (রাহাত), ৬৪। নারায়ণগঞ্জ-৪ মো: সৈয়দ হোসেন, ৬৫। রাজবাড়ী-২ আব্দুল মতিন মিয়া, ৬৬। গোপালগঞ্জ-২ মো: ফুলমিয়া মোল্লা, ৬৭। শরীয়তপুর-২ মো: ফিরোজ মিয়া (ফিরোজ শাহী), ৬৮। সুনামগঞ্জ-৪ আবু তাহের মো: রুহুল আমিন (তুহীন), ৬৯। মৌলভীবাজার-২ এড. বদরুল হোসেন ইকবাল, ৭০। মৌলভীবাজার-৩ আব্দুল মোসাব্বির, ৭১। ব্রাহ্মণবাড়িয়া-৩ মো: আব্দুর রহমান খান (ওমর), ৭২। ব্রাহ্মণবাড়িয়া-৫ এড. আখতার হোসেন সাঈদ, ৭৩। কুমিল্লা-১ ধীমন বড়ুয়া, ৭৪। কুমিল্লা-৪ মামুনুর রশিদ, ৭৫। কুমিল্লা-৯ মনিরুল আনোয়ার, ৭৬। চাঁদপুর-১ মো: সাইফুল ইসলাম সোহেল, ৭৭। চাঁদপুর-২ মো: হাছান আলী সিকদার, ৭৮। চাঁদপুর-৫ মনির হোসেন মজুমদার, ৭৯। ফেনী-১ শিরীন আখতার, ৮০। নোয়াখালী-১ মো: হারুন অর রশীদ সুমন, ৮১। নোয়াখালী-২ নইমুল আহসান জুয়েল, ৮২। নোয়াখালী-৪ এস এম রহিম উল্যাহ, ৮৩। নোয়াখালী-৫ মোহাম্মদ মোকসুদের রহমান মানিক, ৮৪। লক্ষ্মীপুর-২ আমির হোসেন মোল্লা, ৮৫। লক্ষ্মীপুর-৪ মোশারেফ হোসেন, ৮৬। চট্টগ্রাম-৩ নুরুল আখতার, ৮৭। চট্টগ্রাম-১০ আনিসুর রহমান, ৮৮। চট্টগ্রাম-১১ মোঃ জসিম উদ্দিন, ৮৯। চট্টগ্রাম-১৬ কামাল মোস্তফা চৌধুরী।

(প্রেস বিজ্ঞপ্তি)

চাটখিলের ইউএনও’র বিরুদ্ধে ষড়যন্ত্র

0

মোহাম্মদ আমান উল্যা (চাটখিল, নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর চাটখিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া সাজানো ষড়যন্ত্রের শিকার হয়েছে। তিনি উপজেলা শ্রেষ্ঠ নির্বাহী কর্মকর্তা হওয়ায় তাকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা খবর প্রচারের অভিযোগ উঠেছে।

জানা যায়, নোয়াখালী-১ সংসদীয় আসনে ২৯ নভেম্বর (বুধবার) পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় চাটখিল, নোয়াখালী থেকে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেন এবং দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা প্রদান করেন। যে দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের একজন হচ্ছেন অত্র আসনের বর্তমান সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। তিনি মনোনয়নপত্র জমা প্রদান করার সময় সংবাদকর্মী ও উৎসাহী ব্যক্তিগণ ছবি-ভিডিও ধারণ করেন।

ছবি-ভিডিও ধারণকালে উপস্থিত ব্যক্তিবর্গ ও অফিসের সহকর্মীদের সাথে কথা বলা বা নির্দেশনা প্রদান করার একটি মুহূর্তের ছবিকে উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বিজয় সূচক ‘ভি’ চিহ্ন দেখাচ্ছে মর্মে অপপ্রচার চালানো হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, অত্যন্ত ব্যথিত হৃদয়ে একটি ন্যাক্কারজনক মিথ্যা প্রপাগাণ্ডা ও অপপ্রচারের বিষয়ে আমার ব্যাখ্যা দিতে হচ্ছে। আমি প্রায় এক দশক অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কাজ করা একজন সরকারি কর্মকর্তা। পেশাগত বিভিন্ন প্রশিক্ষণ ও নির্বাচন কমিশনের প্রশিক্ষণে আমাদের শেখানো হয়েছে কখন কোন আচরণ করতে হবে। মনোনয়নপত্র জমা দিতে আসা প্রার্থীকে একজন সহকারি রিটার্নিং অফিসার হয়ে বিজয় সূচক চিহ্ন দেখানোর প্রশ্নই আসে না। আমার বিরুদ্ধে এই অপপ্রচার বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত।

তিনি বলেন, মনোনয়নপত্র জমা দেয়ার সময়ে কোনো কোনো সংবাদকর্মী ভিডিও ধারণ করেছেন। আমার ফেসবুক পোস্টের কমেন্টে সংযুক্ত সেই ভিডিও সাধারণ দৃষ্টিতে দেখলেই বুঝা যাবে যে এখানে বিজয় সূচক চিহ্ন দেখানোর মতো কোনো পরিবেশই তৈরি হয়নি তিনি আরো বলেন, তারপরও যারা আমার বা উপস্থিত ব্যক্তিবর্গের কাছ থেকে বিষয়টি যথাযথভাবে না জেনে সংবাদ মাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন করছেন, তারা বিষয়টির সত্যতা জেনে উপস্থাপন করবেন এটি কামনা করছি।

চাটখিলে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

0

মোহাম্মদ আমান উল্যা (চাটখিল, নোয়াখালী) প্রতিনিধি :: চাটখিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির তার একটিভ ফাউন্ডেশনে উপজেলা ও পৌর আ’লীগের নেতৃবৃন্দের সাথে গতকাল বুধবার সন্ধ্যায় এক মতবিনিময় সভার আয়োজন করেন। উক্ত মত বিনিময় সভায় তিনি নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিলে তাৎক্ষনিক উপজেলা আ’লীগের একটি অংশ সভা বয়কট করে চলে যান। পরে এ মতবিনিময় সভাকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের বাড়িতে উপজেলা আ’লীগের ওই অংশ সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল। এ সময় তিনি উপজেলা চেয়ারম্যানসহ সকল বিদ্রোহী নেতৃবৃন্দকে নৌকার পক্ষে কাজ করার জন্য আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন, চাটখিল পৌরসভার মেয়র মো. নিজাম উদ্দিন (ভিপি), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম আলী তাহের ইভু, পাঁচগাও ইউপি চেয়ারম্যান ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ হোসেন তরুন, হাট পুকুরিয়া- ঘাটলাবাগ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি বাকী বিল্লাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা সম্পাদিকা রোজী শাহিন, আ’লীগ নেতা খোরশেদ আলমসহ উপজেলা ও পৌর আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নোয়াখালী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়ন পত্র দাখিল

0

মোহাম্মদ আমান উল্যা (চাটখিল, নোয়াখালী) প্রতিনিধি :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-০১ (চাটখিল-সোনাইমুড়ি) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র দাখিল করেছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টায় চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টারনিং অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছি। আশা করছি উৎসবমুখর পরিবেশে ভোট হবে।

এ সময় উপস্থিত ছিলেন, চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম সাধারণ মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী, জেলা পরিষদের প্যানেল মেয়র মাসুদুর রহমান শিপন, চাটখিল পৌর আ’লীগের সভাপতি শাহজাহান খাঁন বাবুল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাবেক জেলা আ’লীগের সদস্য আহসান হাবীব সমির, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান ভিপি, শাহপুর ইউপি চেয়ারম্যান আবদুল্যাহ খোকন, বদলকোট ইউপি চেয়ারম্যান সোলেমান শেখ, নোয়াখলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. মানিক, খিলপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, যুগলীগ নেতা সাইফুল ইসলামসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের’র মনোনয়ন পত্র জমা দিলেন কাদের মির্জা

0

এএইচ এম মান্নান মুন্না :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (কোম্পানীগঞ্জ-কবিরহাট) নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী ওবায়দুল কাদের পক্ষে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বসুরহাট পৌরসভা মেয়র আব্দুল কাদের মির্জা। বুধবার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে সহকারী রিটার্নিং অফিসার ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবা উল আলম ভূইয়া বরাবরে এ মনোনয়ন পত্র জমা দেন।

এ সময়ে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ ইউনুছ,কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী,বসুরহাট পৌরসভা আওয়ামীলীগ সভাপতি আবুল খায়ের, চর এলাহী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,মুছাপুর ইউপি চেয়ারম্যান আয়ুব আলী, শরীফ চৌধুরী পিপুল আবদুল্যাহ আল মামুন, তাশিক মির্জা সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান বৃন্দ।

উল্লেখ্য, ১৯৯৬ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে ব্যারিস্টার মওদুদ আহমেদ কে পরিজিত করে প্রথমবার নোয়াখালী- ৫ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদেরকে টানা চতুর্থ বারের মতো নৌকার প্রার্থী পেয়ে চেয়ারম্যান রাজ্জাকের মিষ্টি বিতরণ

0


এএইচএম মান্নান মুন্না :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে টানা চতুর্থ বারের মতো নৌকার প্রার্থী পেয়ে এলাকায় মিষ্টি বিতরণ অব্যাহত রেখেছেন উপজেলার চরএলাহী ইউনিয়নের চেয়ারম্যান।
সোমবার চরএলাহী বাজারে মিষ্টি বিতরণের পাশাপাশি নেতা কর্মীদের নিয়ে উল্লাস করছেন তিনি।
চরএলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক বলেন, স্বাধীনতার পর নোয়াখালীর উন্নয়নে ভূমিকা রেখেছেন ওবায়দুল কাদের। ১৯৯৬ সালে নোয়াখালী-৫ আসনে প্রথম সংসদ সদস্য হয়ে প্রতিমন্ত্রী হন এবং ২০০৮ সালে নির্বাচিত হয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হন। এছাড়া তিনি টানা তিন বার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
চেয়ারম্যান আব্দুর রাজ্জাক আরো বলেন,
ওবায়দুল কাদের সংসদ সদস্য হয়ে এ এলাকার ভাগ্যের পরিবর্তন করেছেন। সম্প্রতি তিনি চরএলাহীতে নদী ভাঙ্গান থেকে রোধ করতে ৫৮৮ কোটি টাকা ব্যয়ে ক্রসড্যাম নির্মাণ প্রকল্প একনেকে পাস করিয়েছেন। চর এলাহী স্ট্রিল ব্রিজকে মিনি সেতুতে রুপান্তরিত করে কৃষিকদের ভাগ্যের পরিবর্তন এনে দিয়েছেন, কোম্পানীগঞ্জের উঁরির চরেরমতো দ্বীপে বিদ্যুৎ সংযোগ দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর মুখ দেখিয়েছেন। ওবায়দুল কাদের সংসদ সদস্য না হলে এলাকার উন্নয়নে ভাটা পড়বে। তিনি নির্বাচিত হলে শুধু চর এলাহী নয় নোয়াখালী -৫ আসনে উন্নয়নের ধারাবাহিকতা থাকবে। তাই টানা চতুর্থবারের নৌকার প্রার্থী পেয়ে এই এলাকার মানুষ খুশি ফলে মানুষজনকে মিষ্টিমুখ করিয়েছি।

নোয়াখালীর ৬টি সংসদীয় আসন থেকে নৌকার মাঝি হতে চায় ৩৪ জন

0
https://noakhalitimes.com

নিউজ ডেস্ক :: নোয়াখালী জেলায় সংসদীয় আসন ছয়টি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ছয়টি সংসদীয় আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার লক্ষ্যে ৩৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) থেকে ৭ জন, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) থেকে ৯ জন, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) থেকে ৫ জন, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) থেকে ৭ জন, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসন থেকে একজন এবং নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে ৫ জন।

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন, বর্তমান সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি  মো. জাহাঙ্গীর কবির, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার রুহুল আমিন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ ফারুক, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক আবদুন নুর দুলাল, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবদুল হাই।

এ আসনের বর্তমান সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বলেন, আমি শেখ হাসিনার উন্নয়ন চাটখিল সোনাইমুড়ী মানুষের মাঝে পৌঁছে দিয়েছি। কোনো সরকারি বরাদ তসরুফ করিনি এবং কোনো নেতাকর্মীকে করতে দেইনি। আমি নৌকা পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে যোগ্য মনে করবেন তার জন্য আমরা সবাই কাজ করব।

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৯ জন। তারা হলেন— বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জাফর আহমেদ চৌধুরী, অর্থনীতি সমিতি সাবেক সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ এফসিএ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর টিপু, কেন্দ্রীয় কমিটি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শিহাব উদ্দিন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনিবার্হী সদস্য জাহাঙ্গীর হোসেন বাবর, ব্যবসায়ী আবুল কালাম আজাদ।

নোয়াখালী-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আলম বলেন, আমার পাওয়ার কিছু নেই। আমি জনগণকে দিতে এসেছি। আমার এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন করেছি। উন্নয়নের ছোঁয়া লাগেনি এমন জনপদ নেই। আমি নৌকা পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী। আমি জনগণের জন্য আরও কিছু করতে চাই।

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করা ৫ জন হলেন— বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ কিরণ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফর ঊল্লাহ, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মিনহাজ আহমেদ জাবেদ, চৌমুহনী পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন ফয়সাল, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম।

এ আসনের বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মামুনুর রশীদ কিরণ বলেন, আমি দীর্ঘদিন সংসদ সদস্য থেকে মানুষের পাশে  ছিলাম। বিএনপির ঘাঁটি থেকে নোয়াখালীর বেগমগঞ্জকে আমি বঙ্গবন্ধুর আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে বানিয়েছি। শিল্প কারখানায় আজ সমৃদ্ধ নোয়াখালীর বেগমগঞ্জ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করছি। এবারও আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আশা করি দল আমাকে মনোনয়ন দেবে।

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাতজন। তারা হলেন— বর্তমান সংসদ সদস্য  একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম খায়রুল আনাম সেলিম, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ড. বশীর আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য অ্যাডভোকেট কাজী এ বি এম শাহজাহান শাহীন এবং নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সাহিত্য সংস্কৃতি সম্পাদক সোহাগ চৌধুরী।

নোয়াখালী-৪ আসনের বর্তমান সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেন, আমার বাবা একজন দানবীর ছিলেন। আমাকে মানুষ নগদ চৌধুরী বলে। আমি তৃণমূলের সঙ্গে ছিলাম আছি থাকব। আমি মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের খোঁজখবর নিয়েছি। এই সদর-সুবর্ণচরের উন্নয়নে ছিলাম। আমি আশাবাদী প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেবেন।

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসন থেকে  আওয়ামী লীগের মনোনয়ন নিয়েছেন একজন। তিনি হলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের এমপি।

সেতুমন্ত্রীর ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা বলেন, মন্ত্রী মহোদয় আমাদের নোয়াখালীর গর্ব। তিনি এ আসনে ব্যাপক উন্নয়ন করছেন। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছেন। জনগণ আবারও তাকে চায়। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আবারও মনোনয়ন দেবেন। এ মন্ত্রীকে আমরা ভোট দিয়ে আবারও নির্বাচিত করব।

নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে  আওয়ামী লীগের মনোনয়ন নেওয়া ৫ জন হলেন— বর্তমান সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম আমির, হাতিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ছাইফ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী।

এই আসনের বর্তমান সংসদ সদস্য আয়েশা ফেরদাউস বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দ্বীপ উপজেলা হাতিয়া আলোকিত করেছেন। আজ বিদ্যুতের আলোয় আলোকিত হাতিয়া। এই হাতিয়া শান্তির জনপদ। আমি হাতিয়ার মানুষের সেবা করতে চাই। মানুষের পাশে থাকতে চাই। বঙ্গবন্ধুকন্যার হাতকে শক্তিশালী করতে চাই। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনীত করবে আমরা তাকে গ্রহণ করব।

কোম্পানীগঞ্জে উপ-সচিব আজগর আলী শামীম কে সংবর্ধনা

0

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রশাসন কর্তৃক নোয়াখালী কোম্পনীগঞ্জের কৃতি সন্তান, ফেনী জেলা পরিষদ’র নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী শামীম উপসচিব পদে পদোন্নতি পাওয়ায় তাঁর নিজ গ্রামে সংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর ) বিকালে ও রাতে একই দিন তিনটি সংগঠন কর্তৃক পৃথক ভাবে এ সংবর্ধনা দেয়া হয়। বিকাল ৪ টায় রামপুর ইউনিয়নে আলী আহমেদ সমাজে মোসলেমীন জামে মসজিদ ও ইয়াং স্টার স্পোর্টিং ক্লাব যৌথভাবে সংবর্ধনার আয়োজন করে। রাত ৮ টায় চাপ্রাশিরহাট কাবাব হাউজ এন্ড পার্টি সেন্টারে তাঁর বন্ধু মহলের উদ্যোগে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।

মোসলেমীন জামে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ আবুল কালাম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সেক্রেটারি জহির আহমেদ, সমাজ কমিটির পক্ষে মদন মিয়া, হেদায়েত উল্যাহ, ইয়াং স্টার স্পোর্টিং ক্লাব সভাপতি নূরনবী মাসুম, বন্ধু মহলের পক্ষে সোহরাব হোসেন বাবর, ছালেহ উদ্দিন বিপ্লব, সাংবাদিক এএইচ এম মান্নান মুন্না, ব্যাংকার নুর মোহাম্মদ সুমন, মো: আলা উদ্দীন, ইব্রাহিম মাসুদ, মাস্টার আবদুল কাদের, নজরুল ইসলাম, এনায়েত উল্যাহ ফয়সাল, আলমগীর মিয়া, শোয়েব নবী সোহাগ, আকবর হোসেন হারুন, গাজি উল শ্যামল, শরীয়ত উল্যাহ তুহিন, আলা উদ্দীন আজাদ, মাওলানা রফি উদ্দিন।

উল্লেখ্য,১১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শেখ শামসুল আরেফিন স্বাক্ষরিত আদেশে তিনি এই পদোন্নতি পান। আজগর আলী বর্তমানে ফেনী জেলা পরিষদ’র নির্বাহী কর্মকতা হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি বিভিন্ন উপজেলা সহকারী কমিশনার (ভূমি),উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর এই সাফল্যে এলাকাবাসী উচ্ছ্বাসিত এবং তার উত্তোরত্তোর সাফল্য কামনা করেন।