Home Blog Page 43

বসুরহাট পৌর বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও ৮ কোটি টাকার বাজেট ঘোষণা

0

এএইচ এম মান্নান মুন্না :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সুনামধন্য সকল পেশার মানুষের আর্থিক সঞ্চয় প্রতিষ্ঠান বসুরহাট পৌর বহুমুখী সমবায় সমিতি লি: এর ২৯তম বার্ষিক সাধারণ সভা ও বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বসুরহাট নির্ঝর কনভেশন হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। বক্তব্য রাখেন অত্র সমিতির সদস্য বসুরহাট দোকান মালিক সমিতির সাবেক সভাপতি সুলতান নাছির উদ্দীন মুন্না।

এ সময় সমিতির সাধারণ সম্পাদক মোঃজাহাঙ্গীর আলম বিএসসি শুভেচ্ছা বক্তব্য ও বিগত ২৮তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, বাৎসরিক রিপোর্ট, অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির প্রতিবেদন, ২০২২-২৩অর্থ বৎসরের বার্ষিক অডিট রিপোর্ট এবং ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট পেশ করেন। সমিতির হিসাব রক্ষক মোঃ মমিনুল হক’র সঞ্চালনায় সম্পূরক বাজেটের ওপর বক্তব্য রাখেন, বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর সাবেক সভাপতি ও বসুরহাট পৌরসভার প্যানেল মেয়র নুর হোসেন ফরহাদ, বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লি:এর সাবেক সভাপতি বেলায়েত হোসেন, সদস্য ওমর ফারুক প্রমুখ।


এ সময় উপস্থিত ছিলেন,সমিতির সহ সভাপতি মহিন উদ্দিন, সমিতির পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, সিরাজ আলম, আবদুল্লাহ আলন মামুন, আলা উদ্দীন, আহছান উল্যাহ আলো মো: সাহাব উদ্দিনসহ সাধারণ সদস্যরা। বক্তব্য শেষে ২০২৩-২০২৪ অর্থ বছরে ৮ কোটি টাকা মূলধন জাতীয় বাজেট ও ৬৫ লক্ষ টাকার রাজস্ব জাতীয় বাজেট পেশ করা হলে উপস্থিত সকল সদস্যদের কণ্ঠ ভোটে অনুমোদন দেয়া হয়।

শেষে ২০২২-২০২৩ অর্থ বছরের সর্বোচ্চ শেয়ার ক্রয় জমার উপর ৬ জন সদস্যকে ও সঞ্চয় আমানত জমার ওপর ২৭০জন মোট ২৭৬ জনকে কে সম্মাননা পুরস্কার প্রদান এবং ৫০ জন উপস্থিত সদস্যদের র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অপর দিকে সাধারণ সভায় উপস্থিত ৬শ’ সদস্যের মাঝে ৫শ’ টাকা করে ৩ লক্ষ টাকা নগদ বিতরণ করা হয়।

এছাড়া ও ২০২২-২০২৩ অর্থ বছরে অর্জিত লভ্যাংশ শেয়ারের ওপর ১২ শাতংশ হারে ১৬ লক্ষ ৯৫ হাজার ৩’শ ৬৬ টাকা, সঞ্চয় আমানত এর ওপর ১১ শতাংশ হারে ১৭ লক্ষ ৮১ হাজার ৪শ’ ৫১টাকা সর্ব মোট ৩৪ লক্ষ ৭৬ হাজার ৮শ’ ১৭ টাকা বিতরণ করা হয়।

চাটখিলে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর হাতে মাদরাসা শিক্ষক লাঞ্ছিত

0

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :: এবার অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মায়ের উপস্থিতিতে লাঞ্ছিত হলেন দাখিল মাদ্রাসা শিক্ষক।

এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে নোয়াখালীর চাটখিলে অষ্টম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে এক মাদ্রাসা শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৬ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে শিক্ষক আব্দুর রহমান (৩৯) চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

উপজেলার পাঁচগাও ইউনিয়নের আফসারখিল গ্রামে দাওয়াতুল ঈমান মডেল বিজ্ঞান কারিগরি দাখিল মাদ্রাসায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত ছাত্র চাটখিল উপজেলার পাঁচগাও ইউনিয়নের আফসারখিল গ্রামের বাসিন্দা। সে ওই মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

অভিযোগ সূত্রে জানা গেছে, ১৫ নভেম্বর বুধবার দুপুর ১টার দিকে মাদ্রাসার ক্লাস নেওয়ার সময় অভিযুক্ত শিক্ষার্থী ওই শিক্ষককে মাদ্রাসার আরেক ছাত্রের মাধ্যমে ডেকে আনেন। এরপর অভিযুক্ত শিক্ষার্থী তার মায়ের উপস্থিতিতেই শিক্ষককে কোমরে লাথি মারেন এবং রড দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করে। সে সময় ওই শিক্ষককে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এ সময় শিক্ষক দৌড়ে আত্মরক্ষা করেন।

শিক্ষক আব্দুর রহমান জানান, দীর্ঘ ১৪ বছর যাবৎ শিক্ষকতা করছি। ওই ছাত্রকে তার উচ্ছৃঙ্খল আচরণের জন্য শিক্ষক হিসেবে বিভিন্ন সময় অন্যান্য শিক্ষকদের মতো আমিও সতর্ক করে আসছি। সেই ক্ষোভ থেকে সে এভাবে আমার ওপর হামলা করে থাকতে পারে।

স্থানীয়রা জানান, অভিযুক্ত ছাত্র কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তার নেতৃত্বে মাদ্রাসা এলাকায় কিশোর গ্যাং পরিচালিত হয়। এই বিষয়ে জানতে ওই ছাত্রের মাকে একাধিকবার কল দেওয়া হলে তিনি ধরেননি।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, ঘটনার তদন্ত করে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযুক্ত ছাত্রসহ কিশোর অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফেনীতে প্রখ্যাত কবি-গীতিকার জাহিদুল হককে সংবর্ধনা দিল সাহিত্য সভা

0

সাহিত্য প্রতিনিধি ফেনী থেকে :
‘আমার এ দুটি চোখ পাথর তো নয়, তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়’ গানের প্রখ্যাত কবি-গীতিকার বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত জাতীয় ব্যক্তিত্ব কবি জাহিদুল হককে ব্যাপক আয়োজনে সংবর্ধনা প্রদান করেছে ‘ফেনী সাহিত্য সভা’।

সম্প্রতি সন্ধ্যায় ফেনী শহরের ইস্টিশন রেস্টুরেন্ট এন্ড কনভেনশন-দরবার হলে আয়োজিত ফেনী সাহিত্য সভার অভিষেক উপলক্ষে বর্ণাঢ্য এ সংবর্ধনার
আয়োজন করা হয়।
এ পর্বের প্রধান অতিথি ছিলেন, সমকালীন বাংলা কবিতার অন্যতম প্রধান কবি, স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা প্রথম কবিতার কবি, সাংবাদিক-টিভি উপস্থাপক জাহিদুল হক।

কবি সৈকত রায়হান’র সভাপতিত্বে এ পর্বে বিশেষ অতিথি ছিলেন ‘স্পার্টাকাস কবি’ খ্যাত সত্তর দশকের বলিষ্ঠ কবিকণ্ঠ জাহাঙ্গীর ফিরোজ, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সাহিত্য সাময়িকী ‘ধ্রপদি’র সম্পাদক-কবি শিমুল সালাহ্উদ্দিন ও কবি-গল্পকার তানিম কবির। তৃতীয় পর্বে কবি মো. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ‘নির্বাচিত ১৫ কবির স্বরচিত কবিতা পাঠের বিশেষ আসর’-এ কবিতা পড়েন কবি জাহিদুল হক, কবি জাহাঙ্গীর ফিরোজ, কবি আলম মাহবুব, কবি ফিরোজ শাহ, কবি গাজী তারেক আজিজ, কবি আজিম পাটোয়ারী প্রমুখ। এর আগে ফেনী সাহিত্য সভার আহবায়ক কবি-গবেষক শাবিহ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ফেনী সাহিত্য সভার অভিষেক। এতে বিভিন্ন সংগঠন এ সভাকে অভিনন্দন জানায়। ফেনী সাহিত্য সভার স্লোগান- আমাদের কোনও বৈপ্লবিক ইশতেহার নেই।
ফেনীর মাটিতে বেড়ে ওঠা কবি জাহিদুল হককে সংবর্ধনা স্মারক তুলে দেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও কবির সমকালীন সহচর মো. আবু তাহের, প্রবীণ সাংবাদিক মাহবুবুল আলম, প্রবীণ নাট্যজন নারায়ন নাগ, ফেনী সাহিত্য সভার সদস্য সচিব বকুল আকতার দরিয়াসহ বিশেষ অতিথিবৃন্দ। এ সময় কবির একটি পোট্রেট স্কেচ ও সংবর্ধনাপত্র তুলে দেয়া হয়। এর আগে ফেনী সাহিত্য সভার অভিষেক ও কবি জাহিদুল হকের ওপর দুটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শিত হয়। কবি রাবেয়া সুলতানা ও কবি আর কে শামীম পাটোয়ারীর উপস্থাপনায় শতাধিক-কবি-সংস্কৃতিজনের মেলবন্ধনে এ সময় সভাস্থল মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে উক্ত সভার প্রথম প্রকাশনা তথা ‘কবি জাহিদুল হক ক্রোড়পত্রে’র মলাট উন্মোচন করেন অতিথিবৃন্দ। সম্মিলিত সাংস্কৃতিক জোটের ফেনীর সাধারণ সম্পাদক সমর দেবনাথ, অ্যাডভোকেট-কবি জিয়াউদ্দন বুলবুল, ব্যাংকার্স এসোসিয়েশন ফেনী জেলার সাধারণ সম্পাদক মো: কামাল উদ্দিনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ সংবর্ধিত কবিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দরা বলেন,পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের ফেনী মহকুমার সম্পাদক ও সভাপতি থাকাকালে (ফেনী কলেজে পড়ার সময়) কবি জাহিদুল হক মরহুম খাজা আহমেদের নেতৃত্বে স্বাধীকার আন্দোলনসহ মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান নেতা ছিলেন। এখানেই তাঁর কবি প্রতিভার বিকাশ ঘটে। তাঁকে সংবর্ধিত করে ফেনী সাহিত্য সভা ফেনীবাসীর পক্ষে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। এই গুণীজনকে সংবর্ধনা প্রদানের মধ্য দিয়ে ফেনীবাসী আজ দায়মুক্ত হল বলা যায়। কুমিল্লার চৌদ্দগ্রামে কবির বাড়ি হলেও মামাবাড়ি ফেনীতে বেড়ে ওঠায় ফেনী কবির জীবনে গভীর প্রভাব ফেলেছে। কবি ইতিহাসিক কিছু ঘটনার সাক্ষী হয়ে নিজেও ইতিহাসের অংশে পরিণত হয়েছেন। ১৯৭১ সালের ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণটি তৎকালীন পাকিস্তান সরকার সরাসরি সম্প্রচার না-করার প্রতিবাদে কবি তাঁর কয়েকজন সহকর্মীসহ তৎকালীন পাকিস্তান রেডিওর ঢাকা কেন্দ্রের সম্প্রচার বন্ধ করে দিয়েছিলেন। পরে উক্ত ভাষণটি প্রচারের শর্তে তাঁরা রেডিওতে ফিরে ছিলেন।
বক্তারা আরো বলেন, স্বাধীন বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম কবিতা ‘আপনি ফিরে আসবেন কবে’ লিখেছেন জাহিদুল হক। কবিতাটি ১৯৭২ সালের ১০ই জানুয়ারি দৈনিক পূর্বদেশে মুদ্রিত হয়েছিল। ১৯৭৮ সালে বঙ্গবন্ধুর স্মরণে ‘এ লাশ রাখবো কোথায়’ নামের সংকলনে কবিতা লিখেও তিনি আদৃত। সে সময় কবি ফেনীতে ‘কুঁড়ি’ ও ‘অনিত্য সংসদ’-এর সাধারণ সম্পাদক হিসাবে ফেনীর কবিতা ও সংস্কৃতিকে ঋদ্ধ করেন। পরে তিনি বাংলাদেশ বেতারের উপ মহাপরিচালক, জার্মানির কোলন শহরে অবস্থিত ‘রেডিও ডয়েচে ভেলে’র সিনিয়র এডিটর ও ব্রডকাস্টার ছিলেন। এর আগে তিনি দৈনিক সংবাদে সিনিয়র সহকারী সম্পাদক ছিলেন। তিনি বর্তমানে বাংলাদেশ টেলিভিশনে ‘চির শিল্পের বাড়ি’ নামের একটি সমৃদ্ধ শিল্প-সংস্কৃতির অনুষ্ঠান করেন।
সংবর্ধিত কবি জাহিদুল হক প্রধান অতিথির বক্তব্যে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ফেনী আমাকে গড়ে তুলেছে। ফেনী পাইলট স্কুৃল ও ফেনী কলেজ এক অর্থে আমাকে জন্ম দিয়েছে। আমি ফেনীবাসীর কাছে ঋণী। আমি ফেনীর মানুষকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তিনি আরো বলেন, শিল্প সংস্কৃতির মানুষদের উদার হতে হয়। ভালোবাসা বিনিময় করতে হয়। তা না-হলে শিল্প ও সমাজ ক্ষতিগ্রস্ত হয়।

তফসিল ঘোষণার পর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগের আনন্দ মিছিল

0

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর পরই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার নেতৃত্বে সন্ধ্যায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী এবং ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলো আনন্দ মিছিল করেছে।

উপজেলার রামপুর ও মুছাপুর ইউনিয়নেও আনন্দ মিছিল করে দলীয় নেতা-কর্মীরা।

বুধবার ১৫ নভেম্বর সন্ধ্যা ৭ টায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ’র কার্যালয় থেকে এ আনন্দ মিছিল শুরু হয়। মিছিলটি বসুরহাট শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে নেতা কর্মীরা ‘৭ তারিখ সারাদিন, নৌকা মার্কায় ভোট দিন। নৌকা -নৌকা, শ্লোগান তোলে। মিছিলে সকলকে আনন্দ উচ্ছ্বাস দেখা গেছে।

পরে মেয়র আব্দুল কাদের মির্জা দলীয় কার্যালয়ে নেতা কর্মীদের মিষ্টিমুখ করান।

আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে সকল মহিলা কর্মীকে একজন ওবায়দুল কাদের হয়ে কাজ করতে হবে – মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ

0

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি ::আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা সিরাজপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ’র উদ্যোগে মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১২ অক্টোবর বিকাল সাড়ে ৪ ঘটিকায় বসুরহাট পৌরসভার মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জহুরা নাজনীন আশা’র সভাপতিত্বে এসময়ে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাদের মির্জা, সিরাজপুর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীন মিকন, কোম্পানীগঞ্জ মহিলা আওয়ামী সভাপতি পারভীন আক্তার, সহ-সভাপতি আক্তার জাহান বকুল, সাধারণ সম্পাদক নাজমা বেগম শিফা, সাংগঠনিক সম্পাদক তানজিলা আক্তার, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাকসুদা আক্তার হ্যাপী, বসুরহাট পৌরসভা কাউন্সিলর হাসিনা আক্তার বিউটি, আফরোজা ডলিসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচা়লনা করেন বসুরহাট পৌরসভা মহিলা আওয়ামী লীগ সভাপতি ফরিদা ইয়াছমিন মুক্তা।

কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী পারভীন আক্তার বক্তব্যে বলেন, ধর্মকে পুঁজি করে যারা রাজনীতি করে তাদেরকে ধর্ম রাজনীতি করতে দেয়া যাবে না, আমাদের দেশে-বিদেশে আজ ষড়যন্ত্র চলছে। বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই আছেন। বিদেশি কোন ষড়যন্ত্র আমাদেরকে কাবু করতে পারবেনা। দেশীয় যে ষড়যন্ত্র চলছে সেটি আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে।অসাধুরা বিভিন্ন ভাবে গুজব ছড়াবে এই গুজবে কান দেয়া যাবে না। নৌকা বিজয়ের জন্য যেখানে যা প্রয়োজন তা করতে হবে। আগামী নির্বাচনে আমরা বিজয় ঘরে আনবো ইনশাআল্লাহ।

কোম্পানীগঞ্জ মহিলা আওয়ামী লীগ সহ-সভাপতি আক্তার জাহান বকুল (মিসেস মির্জা কাদের) বলেন, আসন্ন নির্বাচন উদ্দেশ্যে আজকের এ সমাবেশ। এই সমাবেশ আমি বলবো জননেতা ওবায়দুল কাদের আমাদের সকলকে এলাকায় পরিবার পরিজন নিয়ে একসাথে থাকার সুযোগ এবং সহযোগিতা করে দিয়েছেন।আমাদেরকে বেঁচে থাকার সকল প্রয়োজনীয় ব্যবস্থা করে দিয়েছেন। ওবায়াদুল কাদেরের উন্নয়নের কথা বলে শেষ করা যাবেনা। ওবায়দুল কাদেরের উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, কোম্পানিগঞ্জে গ্রামকে শহরে পরিণত করার জন্য সকল উন্নয়ন করেছেন, রাস্তা -ঘাট, পুল কালভার্ট, মসজিদ মাদ্রাসা, স্কুল-কলেজ, হাট – বাজারসহ সকল স্থানে উন্নয়ন করেছেন। আওয়ামীলীগ সরকারের আমলে আজ সুন্দর পরিবেশে বসবাস করছি। নারীদের ক্ষেত্রে আমরা যেন কোন জায়গায় বাধাগ্রস্ত যেন না হয় সকল প্রকার প্রয়োজনীয়তা ও সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের শুধু আওয়ামী লীগের জন্য করেননি এই এলাকার বিএনপি জামায়াতও ওবায়দুল কাদেরের সুবিধা ভোগ করছেন। নারীদের জন্য বিধবা ভাতা স্বামী পরিত্যক্ত ভাতা, বয়স্ক ভাতাসহ অনেক বাতা চালু করেছেন। আগামী নির্বাচনে ঠান্ডা মাথায় মানুষের ঘরে ঘরে গিয়ে নারীদেরকে উন্নয়নের কথা বলে ভোট চাইতে হবে।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমা বেগম শিফা বলেন, জাতীয় নির্বাচন একেবারে আসন্ন, আগামী নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের কথা বলতে হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হৃদয় থেকে নারীদের কষ্টের কথা উপলব্ধি করেন, আগামী নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হবে এতে কোন সন্দেহ নেই। আগামী নির্বাচনে ওবায়দুল কাদেরকে নারীরা বিপুল ভোটে বিজয়ী করতে হবে ওবায়দুল কাদেরের জন্য মানুষের কাছে ভোট চাইতে গিয়ে অপমানিত হতে হবে এমন না। তিনি (ওবায়দুল কাদের) এ এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বাংলাদেশ একটি অপ্রতিরোধ্যভাবে এগিয়ে যাচ্ছে আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবেনা, আমাদেরকে কেউ অতিতেেও দাবায়ে রাখতে পারেনি। আগামী নির্বাচনে আমাদের একজন ওবায়দুল কাদের হয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য কাজ করতে হবে। আজকে আমাদের নারীদের ঐক্যবদ্ধ হতে হবে,তিনি মহিলা আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হয়ে হাতে – হাত রেখে নৌকার জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান।

ঘুমিয়ে আছেন, শান্তভাবে সেভাবে ঘুমিয়ে থাকুন, আমরা জেগে আছি আপনাদের পাহারা দেয়ার জন্য- কাদের মির্জা

0
https://noakhalitimes.com

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন, এখানকার জামায়াত-বিএনপির নেতাকর্মীরা যেভাবে ঘুমিয়ে আছেন, সেভাবে শান্ত ভাবে ঘুমিয়ে থাকুন। আমরা জেগে আছি, আপনাদেরকে পাহারা দেয়ার জন্য। ভয় দেখাবেন না, আপনারা কিছুই করতে পারবেন না। ২০১৪ সালে গাড়ী পুড়িয়ে, মানুষ পুড়িয়ে এবং পুলিশ হত্যা করে কিছুই করতে পারেননি। এবারও পারবেন না, রাস্তায়ও নামতে পারবেন না।

তিনি শনিবার বিকেলে বাংলাদেশ যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালী শেষে সমাবেশে বক্তব্যে এসব কথা বলেন।

কাদের মির্জা আরও বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। আন্দোলনের নামে ৭০-৮০টি গাড়ী পুড়িয়ে সরকারকে পদত্যাগ করাবেন বলেন, কোন লাভ হবে না। বিএনপি-জামায়াতের নেতারা কেউ মাঠে না থেকে, কিছু টোকাইকে টাকা দিয়ে আজকে গাড়ী পোড়াইতেছেন। নেতারা আসেন না দেখি। সাত-আটজন ছাড়া বিএনপির আর নেতা নাই? তাহলে মন্ত্রী পরিষদ কি করবেন? অন্যরা যারা আছেন আসেন মাঠে। আপনাদের ঠেকাতে এই ছোট্ট উপজেলাই যথেষ্ট। 

এসময় তিনি আগামী জাতীয় নির্বাচনে দলের সকলকে ঐক্যবদ্ধ ভাবে থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বিপুল ভোটে জয় লাভ করতে কাজ করার অনুরোধ করেন।

যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুর থেকে বসুরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও প্রত্যেকটি ইউনিয়ন থেকে ব্যানার ফেস্টুন সাজিয়ে একের পর এক মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে বসুরহাট পৌরসভা প্রাঙ্গন। পরে এক বর্নাঢ্য শোভাযাত্রা বসুরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় চত্বরে ফিরে এসে কেক কেটে যুবলীগের হাজারো নেতাকর্মী আনন্দ উৎসব পালন করে।

অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সদস্য ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান বাদল, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের, কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য ফখরুল ইসলাম রাহাত, বসুরহাট পৌরসভা যুবলীগ সভাপতি শামছুদ্দিন নোমান, সাধারণ সম্পাদক হামিদ উল্যাহ হামিদ প্রমুখ।

বিএনপি জোট সরকার আগুন সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে – বেলায়েত হোসেন

0

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :: বিএনপি জোট সরকার আগুন সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে, তার বিরুদ্ধে সবাইকে সোচ্ছার হতে হবে বলে জানান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন। গতকাল শনিবার বিকেলে চাটখিল উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালীর পর আলোচনা সভায় বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন আগামীকাল বিএনপি-জামায়েতের ডাকা অবরোধকে না মেনে সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলা ও সকল গাড়ি চালকদের গাড়ি চালানোর আহবান জানান।

চাটখিল উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ইমরুল চৌধুরী রাসেলের সঞ্চালনায় ও উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন চাটখিল উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও চাটখিল উপজেলা যুবলীগের আহবায়ক পদপ্রার্থী সালাহ উদ্দিন সুমন। উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক নুর উদ্দিন উজ্জ্বল, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন প্রমুখ।

এসময়ে উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা স্বপন পাটোয়ারী, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহ আলম সেলিম, খিলপাড়া ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি নোমান পাটোয়ারী ও সাইফুল ইসলাম, খিলপাড়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহাজাহান, খিলপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক রিয়াদ মিজি।

ভাতা উপকার ভোগীদের সাথে জাহাঙ্গীর কবির এর মতবিনিময়

0

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নে সোমপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ১১ নভেম্বর (শনিবার) সকাল ১১ টায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা ভোগীসহ সকল সুবিধা ভোগী ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাজাদা ইকবাল রিপন এর সঞ্চালনায় ও সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা আওয়ামী লীগ সভাপতি, একটিভ গ্রুপের চেয়ারম্যান ও চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসন আওয়ামী লীগ হতে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জাহাঙ্গীর কবির।

আরও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন, সাবেক পৌর প্যানেল মেয়র আহসান হাবিব সমীর, সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ খোকন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, ইউপি সদস্য জহীরুল ইসলাম হীরন ভুঁইয়া,সোমপাড়া বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি গোলাম রহমান মামুন, আওয়ামী লীগ নেতা মাসুদ রানা, সাবেক উপজেলা ছাত্র লীগের আহবায়ক রাজীব হোসেন, মোহাম্মদ পুর (পশ্চিম) যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সিপন ইকবাল, সাবেক ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি রাসেল আহমেদ ও সাবেক সোমপাড়া কলেজ ছাত্র লীগের সভাপতি আরিফ হোসেন।

চাটখিলে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :: চাটখিলে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি জননেতা আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম ভাইয়ের নির্দেশে ও নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক মাসুদুর রহমান শিপন এর উদ্দেগ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক মাসুদুর রহমান শিপন সহ চাটখিল পৌরসভা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান খান বাবুল, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আহসান হাবিব সমীর, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভিপি, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজ খান, বদলকোট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ হান্নান, উপজেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাবু,পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক রায়হান গাজী, সঞ্চালনা করেন পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি দিদারুল আলম।

সভা শেষে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

কবিরহাট উপজেলায় জাসদ’র সিপাহী জনতার অভ্যুত্থান দিবস পালন

0

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: কোম্পানীগঞ্জ প্রতিনিধি :নোয়াখালীর কবিরহাট উপজেলার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ’র উদ্যোগে সিপাহী অভ্যুত্থান দিবস পালন করা হয়েছে।

কবিরহাট সরকারী উচ্চ বিদ্যালয়ে ১১ অক্টোবর বিকাল ৪ ঘটিকায় এ দিবস পালন করা হয়। এসময়ে কবিরহাট উপজেলা জাসদ’র সভাপতি মোশারফ হায়দার জাহাঙ্গীর’র সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড, আজিজুল হক বকসি,বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জাসদ সভাপতি নূর আলম চৌধুরী পারভেজ, নোয়াখালী জেলা জাসদ সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক এ, এস, এম, রহিম উল্লাহ, নোয়াখালী জেলা জাসদ’র সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান,
কোম্পানীগঞ্জ উপজেলা জাসদ সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন, নোয়াখালী জেলা যুব জোট সভাপতি নুরুল আলম ছিদ্দিকী,নোয়াখালী জেলা যুব জোট সাধারণ সম্পাদক এএইচ এম মান্নান মুন্না, কবিরহাট উপজেলা জাসদ নেতা শরিফ উল্যাহ ও শরীফ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কবিরহাট উপজেলা জাসদ সাধারণ সম্পাদক আবুল কাশেম।