Home Blog Page 44

উপ-সচিব পদে পদোন্নতি পেলেন কোম্পানীগঞ্জের কৃতি সন্তান আজগর আলী

0

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালী কোম্পনীগঞ্জের কৃতি সন্তান, ফেনী জেলা পরিষদ এর নির্বাহী কর্মকর্তা আজগর আলী শামীম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ‘উপসচিব’ পদে পদোন্নতি পেয়েছেন। ১১ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তিনি এই পদোন্নতি পান।

আজগর আলী বর্তমানে ফেনী জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকতা (ভারপ্রাপ্ত) হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার ও ফেনী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মরহুম এরফান আলী ও খোদিজা আক্তার এর তৃতীয় সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি ২ সন্তানের জনক। তাঁর বাবা এরফান আলী চলতি বছরের ১ অক্টোবর মৃত্যুবরণ করেন।

আজগর আলী শামীম বামনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচ’র ছাত্র ছিলেন। ২০১১ সালে তিনি ২৯তম বিসিএস এ উত্তির্ন হয়ে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তার পদোন্নতির খবরে বন্ধু-বান্ধব ও বিভিন্ন মহলের নেতৃবৃন্দ শুভেচ্ছা এবং অভিনন্দন জানান।

ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় জাতি গঠনে উন্নয়ন সম্ভব -ড. মোহাম্মদ ফারুক

0



মোহাম্মদ আমান উল্লা, চাটখিল থেকে :
ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় জাতি গঠনে উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ ফারুক।
নব্বই দশক ধরে সুনামের সাথে বহুল আলোচিত দ্বীনি নুরানি শিক্ষা প্রতিষ্ঠান হাফেজ ইসমাইল মাদরাসা ও এতিমখানার উদ্যেগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার হাটির পাড়ায় অবস্থিত ১০ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় মাদরাসার সুপার মাওলানা রামিম মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নুরানি প্রতিষ্ঠাতা, শায়খুল কোরআন আল্লামা ক্বারী বেলায়েত হোসাইন (রহঃ) এর সূযোগ্য সাহেবজাদা আল্লামা হাফেজ কালিমুল্লাহ জামিল হোসাইন কাসেমী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন অর্চাড গ্রুপের চেয়ারম্যান, গ্লোবাল ইসলামী ব্যাংকের পরিচালক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ও অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ড. মোহাম্মদ ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম দুলাল, নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ মানিক, নোয়াখলা ইউনিয়ন আওয়ামী লীগের (পশ্চিম) সভাপতি জাকির হোসেন টিপু ও অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন শওকত কামাল বাহার।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডঃ মোহাম্মদ ফারুক বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা অর্জন করলে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করার সুযোগ রয়েছে। তাই শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক ও ডিজিটাল শিক্ষা গ্রহণ করার জন্য ছাত্র ছাত্রী ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানান।

কোম্পানীগঞ্জে জাসদ’র সিপাহি জনতার অভ্যুত্থান দিবস পালন

0


কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
কোম্পানীগঞ্জে জাসদ’র সিপাহি জনতার অভ্যুত্থান দিবস পালন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার(৭ নবেম্বর) বিকাল ৫ ঘটিকায়
এ দিবস পালন করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা জাসদ’র সভাপতি গোলাম কিবরিয়া বেলাল’র সভাপতিত্বে আলোচনা সভায় এসময়ে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড.আজিজুল হক বকশি, নোয়াখালী জেলা জাসদ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এস এম রহিম উল্যাহ, নোয়াখালী জেলা যুব জোট সাধারণ সম্পাদক এএইচ এম মান্নান মুন্না, জাসদ নেতা রফিকুল ইসলাম ফরহাদ,
কবিরহাট উপজেলা জাসদ সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন, জাসদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন।

কোম্পানীগঞ্জে বিএনপির অবরোধ প্রতিরোধে কাদের মির্জা’র নেতৃত্বে মাঠে আওয়ামীলীগ

0

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: বিএনপি জামায়াত ও সমমনা দলগুলোর ঘোষিত দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে (৫ নভেম্বর) আওয়ামী লীগের অবরোধবিরোধী কর্মসূচিতে সকাল থেকে কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ সভাপতি বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা’র নেতৃত্বে রাস্তায় মহড়া দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়নের ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দিয়েছেন। এদিকে রামপুর ইউনিয়নে ইকবাল বাহার চৌধুরী ও সালেকিন রিমনের নেতৃত্বে মহড়া দিতে দেখা গেছে। বেলা চারটা পর্যন্ত তারা রাস্তায় অবস্থান করবেন বলে জানিয়েছেন।

আওয়ামী লীগ’র স্থানীয় এক নেতা বলেন, জনগণ এই অবৈধ অবরোধ মানে না। বিএনপির সন্ত্রাসবাদ, জ্বালাও পোড়াও আন্দোলন রুখে দিতে আমরা ঐক্যবদ্ধ তারা যেন সাধারণ জনগণের কোনো ক্ষতি করতে না পারে, যান চলাচলে অসুবিধা না করে সেজন্য আমাদের নেতা কর্মীরা রাস্তায় অবস্থান নিয়েছেন।

বিএনপি’র ঘোষিত দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে কোম্পানীগঞ্জে কোথাও বিএনপি জামাতের নেতা কর্মীদের কাউকে দেখা যায়নি। আওয়ামী লীগ নেতা-কর্মীদের দখলে থাকায় কোম্পানীগঞ্জের পরিস্থিতি ছিল স্বাভাবিক। যাত্রী কম হলেও আঞ্চলিক ও দূরপাল্লার গাড়ী চলাচল করতে দেখা গেছে।

কোম্পানীগঞ্জে সংবিধান দিবস পালিত

0

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: “বঙ্গবন্ধুর ভাবনা-সংবিধানের বর্ণনা” এই প্রতিপাদ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো:মেজবা উল আলম ভূঁইয়া’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা সোহরাব হোসাইন,পল্লি সঞ্চয় উন্নয়ন কর্মকর্তা মোঃ ফিরোজ আলম।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, উদ্যোক্তা, সাংবাদিক ও সুধীজনসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশ ও মানুষের কল্যাণে নৌকা মার্কায় ভোট চাইতে কাদের মির্জা’র অনুরোধ

0

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: চরহাজারী ইউনিয়নে মহিলা আওয়ামী লীগ ও অঙ্গ, সহযোগী সংগঠন এর উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪ টায় চরহাজারী ৫নং ওয়ার্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চরহাজারী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সভানেত্রী নাজমা আক্তার খান’র সভাপতিত্বে এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ মহিলা আওয়ামী লীগ সহ সভাপতি আক্তার জাহান বকুল, উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাজমা বেগম শিফা,বসুরহাট পৌরসভা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাকসুদা আক্তার হ্যাপী, চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নূরুল হুদাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কাদের মির্জা সমাবেশে উপস্থিতিদের মাঝে আওয়ামী সরকারের উন্নয়নের দিক তুলে ধরেন, এদিকে আগামী নির্বাচনে দেশ ও মানুষের কল্যাণে নৌকা মার্কায় ভোট দেয়া এবং ঘরে ঘরে গিয়ে উন্নয়নের দিক তুলে ধরে মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সকলের কাছে ভোট চাওয়ার জন্য অনুরোধ জানান।

এডভোকেট আবদুন নূর দুলালের নেতৃত্বে হরতাল ও অবরোধ বিরোধী মিছিল

0

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :: সোনাইমুড়িতে গতকাল শুক্রবার নোয়াখালী-০১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম মহাসচিব সিনিয়র এডভোকেট আবদুন নূর দুলাল সোনাইমুড়ি উপজেলার সদরের বাইপাস সড়ক ও বাজারে বিএনপি, জামাতের হরতাল, অবরোধসহ সকল নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী পৌরসভার কাউন্সিলর কামাল হোসেন, নদোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিম উদ্দিন, বদল কোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলাইমান শেখ দেওটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম। পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলম, মহিন উদ্দিন (মহিন), মোঃ জুয়েল, জহির উদ্দিন, বড়ুয়া, আমিশাপাড়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা অপু হাওলাদার, নদনা ইউনিয়ন যুবলীগ নেতা পারভেজ, ইয়াছিন, সোনারপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাসেল, পৌরসভা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সহ অসংখ্য নেতা-কর্মী।

চাটখিল জাতীয় সংবিধান দিবস পালিত

0

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :: “বঙ্গবন্ধুর ভাবনা, সংবিধানের বর্ণনা” এই প্রতিপাদ্য উপজীব্য করে নোয়াখালীর চাটখিল উপজেলা প্রশাসনের উদ্যেগে আজ শনিবার সকালে জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভ‚ইঁয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির।

উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক কমিশনার আহসান হাবীব সমির,চাটখিল উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির চেয়ারম্যান মিজানুর রহমান, সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন, মাস্কো মাল্টিপারপাস এর প্রোপ্রাইটর আক্তার হোসেন, থার্টি টিচার্স কো অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সভাপতি আব্দুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আজগর হোসেন প্রমুখ।

চাটখিলে সমবায় দিবস পালন

0

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :: “সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে নোয়াখালীর চাটখিল উপজেলায় আজ শনিবার সকালে ৫২তম সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকাল ১০.৩০ মিনিটে জাতীয় পতাকা ও সমাবায় পতাকা উত্তোলন, বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা সমবায় বিভাগ।

স্বাগত বক্তব্য ও উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মনির হোসেন এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভ‚ইঁয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক কমিশনার আহসান হাবীব সমির,চাটখিল উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির চেয়ারম্যান মিজানুর রহমান, সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন, মাস্কো মাল্টিপারপাস এর প্রোপ্রাইটর আক্তার হোসেন, থার্টি টিচার্স কো অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সভাপতি আব্দুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আজগর হোসেন প্রমুখ।

কবিরহাটে একই স্থানে যুবলীগ’র দুই গ্রুপের সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

0
Exif_JPEG_420

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাটে একই সময় একই স্থানে তারুণ্যের সমাবেশ ডাকাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা অবনতির আশংকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। এসময় কবিরহাট পৌর এলাকায় গণ-জমায়েত, সভা-সমাবেশ, মিছিল, র‌্যালি ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।

দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত এ আদেশ বলবত ছিলো। এ খবর নিশ্চিত করে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা সুলতানা। এ আইন অমান্যকারীদের বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। এ সংক্রান্ত একটি আদেশ ইতোমধ্যে জারি করা হয়েছে।

জানাগেছে, যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৩টায় কবিরহাট সরকারি কলেজ মাঠে তারুণ্যের সমাবেশের আয়োজন করে উপজেলা যুবলীগ। একই সময় কলেজ গেইট সংলগ্ন মুজিব চত্বরে একই কর্মসূচীর ডাক দেয় পৌরসভা যুবলীগ। দুপুরের মধ্যে সমাবেশকে কেন্দ্র করে স্টেইজ নির্মানের কাজও শুরু করা হয়। যুবলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচী ও কমিটি নিয়ে গত কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিলো। ফলে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে বিরাজমান উত্তেজনাকে কেন্দ্র করে সভাস্থল’সহ কবিরহাট পৌর এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এবং জনসাধারণের জানমালের নিরাপত্তার কথা মাথায় রেখে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। দুপুর থেকে পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, টহলে রয়েছে র‌্যাব ও বিজিবি।

কবিরহাট পৌরসভা যুবলীগের সভাপতি আবুল বাসার বাবুল বলেন, আমরা কেন্দ্রের নির্দেশে তারুণ্যের সমাবেশের আয়োজন করেছি। উপজেলা যুবলীগের ওপর আমাদের আস্থা না থাকায় আমরা পৌরসভার পক্ষ থেকে আলাদা আয়োজন করেছি।

কবিরহাট উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর আবির বলেন, কেন্দ্রীয় যুবলীগের আদেশক্রমে উপজেলা যুবলীগ বৃহস্পতিবার বিকেলে কবিরহাট বাজারে র‌্যালি ও পরে সরকারি কলেজ মাঠে তারুণ্যের সমাবেশের আয়োজন করা হয়। পৌরসভা যুবলীগের সাথে সমন্বয় করে সভা করার আহবান করা হলেও তারা নিজেরাই পাল্টা সমাবেশের ডাক দিয়েছে। আমাদের দলের মধ্যে কোন গ্রুপিং নেই কিন্তু তারা কেনো এটা করেছে তা আমার জানা নেই।

প্রসঙ্গ: কবিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর সভার মেয়র জহিরুল হক রায়হানের সঙ্গে বিরোধ দেখা দেয় উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর আবির ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের। এ বিরোধের জের ধরে উপজেলা যুবলীগের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে গত ২০ অক্টোবর সন্ধ্যার দিকে উপজেলার নরোত্তমপুর, ঘোষবাগ ও ধানসিঁড়ি ইউনিয়ন শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেন পদবঞ্চিত নেতাকর্মীরা।  অভিযোগ রয়েছে, এ ঝাড়ু মিছিলের নেপথ্যে ছিল মেয়র রায়হানের হাত।

এ ব্যাপারে কবিরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান বলেন, আমার কোনো গ্রুপ নেই। আমার সঙ্গে কারো বিরোধ নেই। দলের সবাই আমার জন্য সমান। আমি দুই গ্রুপকে নিয়ে বিষয়টি সমাধান করা যায় কিনা দেখবো।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভবিক রাখতে পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এসময়ে রয়েছে র‌্যাব ও বিজিবি টহল।