Home Blog Page 40

চাটখিলে কোরআনের আলো বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

0

মোহাম্মদ আমান উল্যা (চাটখিল, নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর চাটখিলে নূরানী শিক্ষা বিষয়ক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে কোরআনের আলো বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৫ই ডিসেম্বর শুক্রবার সকাল ৯ ঘটিকায় আরম্ভ হয়ে ১১.১৫ পর্যন্ত পরীক্ষা চলে।

৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের নুরানী ১ম, ২য় ও ৩য় শ্রেণীর হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নুরানী শিক্ষা বিষয়ক উন্নয়ন কেন্দ্রের বৃত্তি পরিক্ষা ২০১৮ইং সালে আরম্ভ হয়ে বর্তমানে চালু আছে এবং ভবিষ্যতে ও চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বৃত্তি পরীক্ষায় পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে ছিলেন আব্দুল্লাহ আল নোমান। হল সুপার হিসেবে ছিলেন মাওলানা নাসির উদ্দিন। ব্যবস্থাপনা ছিলেন, মাওলানা মাহবুবুল করিম, হাফেজ মাওলানা তামজীদ হোসেন।

জানা যায়, নূরানী প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর প্রত্যেক শ্রেণীতে সর্বোচ্চ প্রাপ্ত নাম্বার পাওয়া পাঁচজন করে মোট ১৫ জনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। উক্ত শিক্ষাবৃত্তি প্রদান করবে প্যারফেক্ট গ্রফ অব কোম্পানিজ লিমিটেড এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান।

কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শ্রেষ্ঠ সন্তানদেরকে অথই শ্রদ্ধা

0
https://noakhalitimes.com

এএইচএম মান্নান মুন্না :: কোম্পানীগঞ্জে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের স্মরণে তাঁদের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত,দোয়া মিলাদ ও আলোচনা সভার আয়োজন করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন।

১৫ ডিসেম্বর বিকাল ৪ টায় চর ফকিরা ইউনিয়ন ১৬ নম্বর স্লুইসগেট সংলগ্ন বীর মুক্তিযোদ্ধাদের কবরস্থানে এ আয়োজন করেন। এসময়ে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শাহাব উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মো: আনোয়ার হোসাইন পাটোয়ারী, সহকারী কমিশনার( ভূমি) পিয়াস চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, মুক্তিযোদ্ধা আজিজুল হক, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, চরফকিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জায়েদুল হক কচিসহ বীর মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য,১৯৭১ এর ০৪ সেপ্টেম্বর কোম্পানীগঞ্জ দক্ষিণে বেড়ীবাঁধে ঘটে যায় এক রক্তক্ষয়ী সম্মুখযুদ্ধ। সেই রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত হয়েছিল বামনী এলাকায় মুক্তিযোদ্ধাদের সিভিল অপারেশনকে কেন্দ্র করে । মুক্তিযোদ্ধারা দু’’দলে বিভক্ত হয়ে খিজির হায়াতের কমান্ডে একটি দল রামপুর অপর দিকে বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাকের কমান্ডে অন্যদলটি মুছাপুর অপারেশনে বের হয় চরফকিরা ইউনিয়নের বাঞ্জারাম বামনী বেড়ী বাঁধের মাঝামাঝি স্থানে গেলে শুরু হয় মুখোমুখি যুদ্ধ । বেড়ী বাঁধে রণাঙ্গনে ১৫ নম্বর স্লুইস এর সেই যুদ্ধে শহীদ হয়ে ছিলেন কিশোর মুক্তিযোদ্ধা আমান উল্যা ( ফারুক) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র এবং নোয়াখালী চৌমুহনী কলেজের প্রাক্তন ছাত্র ছালেহ আহাম্মদ মজুমদার , টগবগে তরুন মোস্তফা কামাল ভুলু, আবদুর রব বাবু, আক্তারুজ্জামান লাতু  ও ইসমাঈল হোসেন। তাঁদের স্মরণে প্রতি বছর ১৫ ডিসেম্বর সমাধীস্থলে প্রশাসনের উদ্যোগ এ আয়োজন করা হয়।

চাটখিলে শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

0

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালী চাটখিল উপজেলায় শ্রদ্ধা ও ভালোবাসায় মহান স্বাধীনতা সংগ্রামে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল থেকেই চাটখিলে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্তকস্তবক অর্পণ করা হয়।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা স্বর্ণার সভাপতিত্বে ও চাটখিল মহিলা ডিগ্রি কলেজ এর উপাধক্ষ্য ফারুক সিদ্দিকী ফরহাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আকিব ওসমান, পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ.এম আলী তাহের ইভু, , চাটখিল থানার অফিসার ইনচার্জ ইমদাদুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার, আহসান উল্যা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা সমাজসেবা অফিসার আলী হোসেন প্রমুখ।

এতে বক্তারা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের বিজয়ের ঠিক আগ মুহূর্তে দেশকে মেধাশূন্য করতে পাকিস্তানী দখলদার বাহিনীর সদস্যরা বাংলাদেশের শিক্ষক, সাংবাদিক, আইনজীবী ও ডাক্তারসহ দেশের মেধাবী সন্তানদের চিহ্নিত করে নির্মমভাবে হত্যা করে। তারপরও দমিয়ে রাখা যায়নি বাংলাদেশকে।

কোম্পানীগঞ্জে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

0

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আনোয়ার হোসাইন পাটোয়ারী।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলা প্রশাসন কনফারেন্স হলে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রিয়াস চন্দ্র দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা মো: যোবায়ের হোসেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

উপজেলা নির্বাহী অফিসার মো: আনোয়ার হোসাইন পাটোয়ারী বলেন, আমি নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করি এবং সাংবাদিকরা উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমি অত্র উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

এর আগে তিনি ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএসের ৩৪তম ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। তাঁর গ্রামের বাড়ী কুমিল্লা চৌদ্দগ্রাম জগন্নাথ দিঘি ইউনিয়ন।

কোম্পানীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসে বঙ্গবন্ধু ম্যুরালে মোমবাতি প্রজ্জ্বলন

0

এএইচএম মান্নান মুন্না :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে শহীদ বুদ্ধিজীবী দিবসে বঙ্গবন্ধু ম্যুরালে মোমবাতি প্রজ্জ্বলন করেন উপজেলা প্রশাসন।

১৪ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন’র নেতৃত্বে এ মোমবাতি জ্বালানো হয়। এসময়ে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: আনোয়ার হোসাইন পাটোয়ারী, কৃষি কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রিয়াস চন্দ্র দাস, লেখক, সাহিত্যিক রফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জোবায়ের হোসেন। উপজেলা নির্বাচন অফিসার সাঈদ খালিদ, উপজেলা শিক্ষা অফিসার এ টিএম এহসানুল হক চৌধুরী, সমাজ সেবা অফিসার মো: মাঈন উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না, পরিসংখ্যান কর্মকর্তা অজিত কুমার রায়সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

উল্লেখ্য, আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। জাতি আজ গভীর শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছে। স্বাধীনতার জন্য ৯ মাসের সশস্ত্র যুদ্ধের শেষ প্রান্তে চূড়ান্ত বিজয়ের একদিন আগে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দখলদার পাকিস্তানি বাহিনী অত্যন্ত সুপরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে। একটি সদ্য স্বাধীন দেশের পথচলা, উন্নয়ন-অগ্রগতি ও উজ্জ্বল ভবিষ্যত বিনির্মাণে বুদ্ধিজীবীদের ভূমিকা কী হতে পারে, পাকিস্তানি বাহিনী সেটা ভালো করেই জানত। স্বাধীনতা লাভের পর বাংলাদেশের পথচলাকে কঠিন করে তুলতে, জাতিকে একটি বুদ্ধিবৃত্তিক শূন্যতার মধ্যে নিক্ষেপ করতে সেদিন দখলদার বাহিনী ও তাদের দোসররা দেশের খ্যাতনামা বুদ্ধিজীবীদের ধরে ধরে নির্মমভাবে হত্যা করেছিল।

কোম্পানীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

0

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: কোম্পানীগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধার সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্প্রতিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতীয় জীবনে শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব, তাৎপর্য ও মহান মুক্তিযুদ্ধে শহিদ বুদ্ধিজীবীদের অবদান তুলে ধরে আলোচনা করা হয়।সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দীন। উপজেলার নবাগত নির্বাহী অফিসার মো: আনোয়ার হোসাইন পাটোয়ারী’র সভাপতিত্বে অন্যানদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সেলিম, কৃষি কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রিয়াস চন্দ্র দাস,বীর মুক্তিযোদ্ধা আবু নাছের, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জোবায়ের হোসেন। পরিসংখ্যান কর্মকর্তা অজিত কুমার দাস। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মাঈন উদ্দিন।

এর আগে সকাল ৭টায় উপজেলা পরিষদ চত্বরের বঙ্গবন্ধু ম্যুরালে সরকারি দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।সন্ধ্যার সাথে সাথে আগুনের পরশমণি সঙ্গীতের মধ্যদিয়ে বঙ্গবন্ধু ম্যুরালে আলোক প্রজ্জ্বলন করে দিবসটি শেষ হয়।

চাটখিল পৌরসভায় জাহাঙ্গীর আলমের পক্ষে মত বিনিময়

0

উপজেলা প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী) :: আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নোয়াখালী-০১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের চাটখিল পৌরসভার ৬ নং ওয়ার্ডের নেতা-কর্মী ও জনসাধারণের সাথে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চাটখিল মহিলা ডিগ্রি কলেজ অডিটরিয়ামে স্বতন্ত্র প্রার্থী আলহাজ জাহাঙ্গীর আলমের সমর্থনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পৌরসভার ০৬ নং ওয়ার্ড কাউন্সিলর এ বি এম জসিম উদ্দিন বাবলুর সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাটখিল পৌরসভার ছাত্রলীগের সাবেক সভাপতি দিদারুল আলমের সঞ্চলনায় উক্ত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, সাবেক মেয়র ও উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্যাহ, চাটখিল পৌরসভা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান খান বাবুল,সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, জেলা আ’লীগের সাবেক সদস্য ও সাবেক প্যানেল মেয়র আহসান হাবীব সমির, চাটখিল উপজেলা বিআরডিবি সভাপতি ভিপি মিজানুর রহমান, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আজাদ খান, চাটখিল উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নজরুল দেওয়ান, জেলা ছাত্রলীগের সাবেক উপ সম্পাদক ও জেলা যুবলীগের সদস্য রিয়াজ খান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মামুনুর রশিদ ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাইফুল গাজী প্রমূখ।

এ সময় বক্তারা আগামি ০৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে নোয়াখালী-০১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ জাহাঙ্গীর আলমের বিগত দিনের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং আগামিতে এ ধারা অব্যাহত রাখার জন্য ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহবান জানান।

চাটখিলে নবাগত ইউএনও’র সাথে শুভেচ্ছা বিনিময়

0
https://noakhalitimes.com

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর চাটখিল উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মোস্তফা স্বর্ণা উপজেলার মুক্তিযোদ্ধা, কর্মরত সাংবাদিক, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সাথে গতকাল বুধবার তার নিজ কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১২ টায় অনুষ্ঠিত উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমের  নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে কর্মরত সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন চাটখিল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু নাছের মাহমুদ চৌধুরী জুয়েল, সাধারণ সম্পাদক সাংবাদিক মামুন চৌধুরী, সাংবাদিক মোহাম্মদ আমান উল্যা, সাইফুল ইসলাম বাবর সহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

শুভেচ্ছা বিনিময় কালে ইউএনও ফাহমিদা মোস্তফা স্বর্ণা উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সুন্দর ও সুষ্ঠুভাবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ সরকারি-বেসরকারির সকল বিষয়ে সার্বিক সহযোগিতা কামনা করেন।

হাতিয়ায় ধানক্ষেতে মিললো বিষধর রাসেল ভাইপার

0
https://noakhalitimes.com

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর হাতিয়া উপজেলায় একটি ধানক্ষেত থেকে বিষধর ‘রাসেল ভাইপার’ সাপ পাওয়া গেছে। এর আগে রাজশাহী এবং পাবনায় কয়েকটি জেলায় দেখা মিললেও নোয়াখালীতে এবার প্রথমবারের মতো দেখা মিলল ভয়ঙ্কর এই সাপটির। জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ থেকে কল পেয়ে বনবিভাগ সাপটি উদ্ধার করে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সাপটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টারে প্রেরণ করে উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ।

হাতিয়া উপজেলা চানন্দী ইউনিয়নে সাঈদপুর গ্রামের আজাদের বাড়ির পাশের ধানক্ষেতে বিষধর রাসেল ভাইপার সাপটিকে অজগর সাপ ভেবে ধরে স্থানীয়রা। পরবর্তী সময়ে ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফকে জানানো হয়। তিনি সুবর্ণচর উপজেলা বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেনকে ঘটনাস্থলে প্রেরণ করে। আনোয়ার হোসেন সাপটি উদ্ধার করে উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফের কাছে হস্তান্তর করেন। পরবর্তী সময়ে সাপটি চট্রগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টারের কাছে হস্তান্তর করা হয়। 

সুবর্ণচর উপজেলা বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, কয়েকজন কৃষক ক্ষেতে ধান কাটছিলেন। এসময় তারা সাপটি দেখতে পান। পরে সবাই মিলে সাপটিকে আটক করে বস্তায় ভরেন। তারা অজগরের বাচ্চা মনে করে ৯৯৯ এ কল করেন। আমি উদ্ধার করে সাপটিকে উপকূলীয় বন বিভাগ নোয়াখালী অফিসে হস্তান্তর করি।

উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ বলেন, ‘রাসেলস ভাইপার’ সাপটি খুবই বিষধর এবং দুর্লভ সাপ। দেশের রাজশাহী, নাটোর, নওগাঁ, দিনাজপুর, ফরিদপুর, শরীয়তপুর জেলায় এই ধরনের সাপ দেখতে পাওয়া গেলেও নোয়াখালীতে এটি দেখা যায়নি। হয়তো বন্যার পানির সঙ্গে ভেসে সাপটি এখানে চলে এসেছে।

তিনি আরও বলেন, এটি গবেষণার কাজে ব্যবহারের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের রিসার্চ সেন্টারে হস্তান্তর করা হয়েছে যাতে করে তারা রিসার্চ করে এই সাপে কাটার এন্টিডোর তৈরি করতে পারে। যারা এই সাপটি না মেরে বাঁচিয়ে রেখেছে আমি তাদের ধন্যবাদ জানাই। পাশাপাশি এই ধরনের বিষধর সাপ দেখতে পেলে বিশেষজ্ঞদের জানানোর পরামর্শ দিচ্ছি। সাধারণ মানুষকে সাপের নিকট না যাওয়ার অনুরোধ রইলো।

চাটখিলে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা

0


মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের চাটখিলের জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে চাটখিল মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদের সঞ্চালনায় ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আকিব ওসমান এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এত উপস্থিত ছিলেন, ভিমপুর স্কুল এন্ড টেকনিক্যাল কলেজের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, চাটখিল থানার এস আই আলামিন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সায়েদুল হক, চাটখিল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ, মহিউদ্দিন বাবু, ভীমপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রুহুল আমিন বাচ্চু , নোয়াখোলা কাদেরীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মনির হোসেন মিলন, ডাক্তার ইউসুফ আলী প্রমুখ।
অনুষ্ঠান শেষে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে লক্ষী রানী দাস, শিক্ষা চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে সাহেলা পারভীন, সফল জননী নারী হিসেবে ফেরদৌস আরা খনম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী খাতিজা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী নারী শামীমা আক্তার মেরীসহ মোট ৫জন শ্রেষ্ঠ জয়তাকে ক্রেষ্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

চাটখিলে আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা
মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালী চাটখিলে আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদের সঞ্চালনায় ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আকিব ওসমান এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ভিমপুর স্কুল এন্ড টেকনিক্যাল কলেজের প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি আনোয়ার হোসেন, চাটখিল থানার এস আই আল আমিন, চাটখিল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আবুল কালাম আজাদ, চাটখিল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মহিউদ্দিন বাবু। এসময়ে উপস্থিত বক্তাগন দূর্নীতি বিরোধী বিষয়ক নানা ধরনের সতর্কতামূলক বক্তব্য প্রদান করেন।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সায়েদুল হক, ভীমপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রুহুল আমিন বাচ্চু , নোয়াখোলা কাদেরীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মনির হোসেন মিলন, ডাক্তার ইউসুফ আলী প্রমুখ।